ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইলে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৪, ২৮ এপ্রিল ২০১৭

মোবাইলে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার খিলগাঁওয়ে মোবাইলে হেডফোনে গান শুনতে শুনতে রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে বিপুল মাদকদ্রব্যসহ ৫৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ব্যবসায়ী কানে হেডফোন গান শুনতে শুনতে খিলগাঁওয়ে বাগিচা রেললাইন পার হচ্ছিলেন। আশেপাশের লোক অনেক ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। ৫৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে বিপুল মাদকদ্রব্যসহ ৫৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, বুধবার রাতভর ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। মাতুয়াইলে বাসের ধাক্কায় মহিলার মৃত্যু ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলীর মাতুইয়াল মেডিক্যালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সেলিনা খাতুন (৫৫) নামে এক নারী মারা গেছেন। নিহতের পরিবার জানায়, রায়েরবাগ থেকে বাসায় ফেরার পথে মাতুইয়াল মেডিক্যালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস সেলিনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
×