ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৩১, ২৮ এপ্রিল ২০১৭

কবিতা

আমিও শ্রমিক হবো বাদল আশরাফ গোলাপ তোমার প্রিয় আরো প্রিয় মৌ মৌ গন্ধ-বকুল জানি, তবু আজ তোমার জন্য মে ফ্লাওয়ার দোদুল দোদুল শিকাগোর প্রতিবাদে ফোটে যেই ফুল ..... সেই ফুল হাতে নিয়ে আজ আমি হাসি- অসীম সাহসে ভালো তোমাকেই বাসি! সেই ফুল হাতে নিয়ে আমার আবেশ আমিও শ্রমিক হবো গড়ব স্বদেশ .... ! ** অনুভবে পহেলা মে হারুন উর রশীদ শ্রমিকের দীপ্রবক্ষে হায়নার থাবা পহেলা মে’র রক্ত ঝরে লোলুপ মুনাফার চক্রজালে শোষকের হিংস্র ব্যাঘ্র নখর প্রাণ কাড়ে মিছিলে জীবনের সকালে শোষকের বিত্ত বাড়ে নিত্য পাহাড় প্রমাণ মজুরের শ্রমের ওজন চৈত্রের দুপুর সমান ** উইলো গাছের তলায় দুঃখগুলো নাসরীন নঈম কখনও দুধরাজ যদি শুয়ে থাকে বিছানায় বন্ধু ভেবে তাকে এক কাপ চা দিয়ে আপ্যায়ন করতে যেও না বিধবার শাদা শাড়ির কালো পাড়ে আর শোকের পিয়ানো বাজবে না তাই ফিন্্ ফিন্ েবৃষ্টিতে উড়ে যায় শস্যকণা। দেখ না উইলো গাছের তলায় শ্যামলা শিশুরা খেলা করে আপন মনে একবার তাকাও তো চাঁদের কক্ষপথ এখনও কুয়াশাচ্ছন্ন স্বর্গ দেবতারা বিষণœতার আলপনা আঁকে চোখের ওপর উপচে পড়ে যত দুরাচারী ফেনা। না, না আর বলবো না নিজেকে ভুলে গেছি প্রায় কে যেন পেছন ফিরে তাকায় মূল্যবান স্মৃতিগুলো হারিয়ে যায়।
×