ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেলে নিয়োগ দুর্নীতি

জিএম মৃধাসহ তিন কর্মকর্তার চার বছরের জেল

প্রকাশিত: ০৬:০৩, ২৮ এপ্রিল ২০১৭

 জিএম মৃধাসহ তিন কর্মকর্তার চার বছরের জেল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেলে নিয়োগে দুর্নীতির দুটি মামলায় পূর্বাঞ্চলীয় রেলওয়ের তৎকালীন জিএম ইউসুফ আলী মৃধাসহ তিন কর্মকর্তাকে চার বছর করে কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মোঃ রুহুল আমিন এ দ-াদেশ দেন। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদ- দেয়া হয়। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় চাকরি প্রার্থী ৫ আসামিকে খালাস দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নিয়োগ দুর্নীতির অভিযোগে দ-িত অপর দুই আসামি হলেনÑ সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী। সহকারী কেমিস্ট পদ এবং ফুয়েল চেকার পদে অনিয়মের অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়েছিল। দুটি মামলাতেই আসামি রেলের উচ্চপদের এই তিন কর্মকর্তা। বাকি পাঁচ আসামি চাকরিতে নিয়োগ প্রত্যাশী। অপরাধ প্রমাণ না হওয়ায় যারা খালাস পেয়েছেন তারা হলেনÑ সহকারী কেমিস্ট পদে আবেদনকারী সুলতানা বেগম, জহিরুল ইসলাম ও গণেশ চন্দ্র শীল এবং ফুয়েল চেকার পদে আবেদনকারী আবুল কাশেম ও আনিসুর রহমান। মামলার রায় ঘোষণাকালে এজলাসে উপস্থিত ছিলেন রেলের তিন কর্মকর্তা। তবে খালাস পাওয়া পাঁচ আসামি পলাতক। প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল রাতে ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে ঢুকে পড়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহন করা গাড়ি। ওই গাড়িতে রেলের পূর্বাঞ্চলীয় জিএম ইউসুফ আলী মৃধাও ছিলেন। গাড়িতে পাওয়া যায় ৭০ লাখ টাকা। ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোচিত হয়। চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার। পরে রেলের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ইতোমধ্যেই তার তিন বছরের সাজা হয়েছে। নিয়োগ দুর্নীতির দুটি মামলার প্রত্যেকটিতে মোট ১৮ জন করে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে।
×