ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৫:৩২, ২৮ এপ্রিল ২০১৭

বিজ্ঞান কণিকা

কৃত্রিম বুদ্ধিমত্তার স্যুটকেস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্যুটকেসটি ব্যবহারকারীদের নড়াচড়া শনাক্ত করে পাশাপাশি পথ চলতে পারে। এ্যাপ নিয়ন্ত্রিত সেন্সর সুবিধার স্যুটকেসটি ডানে-বামে পথ চলার সময় স্বয়ংক্রিয়ভাবে পথের বাধা এড়াতে পারে। ‘ট্রাভেলমেট’ নামের স্যুটকেসটির দাম সর্বনিম্ন ৩৯৯ ডলার। রক্তের শর্করা পরিমাপক ব্যান্ড শরীরের ঘাম বিশ্লেষণ করেই ব্যবহারকারীর রক্তের শর্করার পরিমাণ জানাতে পারে এই রিস্টব্যান্ড। সেন্সর ও মাইক্রোপ্রসেসর সুবিধার ডিভাইসটি নিজেই তথ্য পর্যালোচনা করে ফলাফল দিতে পারে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকদের উদ্ভাবিত এ প্রযুক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও অনেক রোগ পরীক্ষার সুযোগ মিলবে। উড়ন্ত গাড়ি মাটিতে চলার পাশাপাশি ডানা মেলে আকাশেও উড়তে পারে গাড়িটি। এ্যারোমবিলের তৈরি গাড়িটি রাস্তায় ৩১০ এবং আকাশ পথে ৪৩০ মাইল গতিতে পথ পারি দিতে পারে। এ বছরের মধ্যেই বাজারে আসবে গাড়িটি।
×