ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে ফিরতে চান উথাপ্পা

প্রকাশিত: ০৫:৩০, ২৮ এপ্রিল ২০১৭

জাতীয় দলে ফিরতে চান উথাপ্পা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বেশ ভাল ফর্মে আছেন রবিন উথাপ্পা। আট ম্যাচ খেলে তিনটিতে শুধু অর্ধশতকই হাঁকাননি সেগুলো ছিল বেশ বড় ইনিংস। সর্বশেষ রাইজিং পুনে সুপারজায়ান্টের বিরুদ্ধে ৪৭ বলে ৮৭ রানের একটি বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন। এবার আসরে এটিই তার ব্যক্তিগত সেরা। তার এমন ইনিংসের সুবাদেই বিশাল সংগ্রহ টপকে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমন ব্যাটিং নৈপুণ্যের পর উথাপ্পা জানিয়েছেন নিজের ব্যাটিংয়ের ওপর প্রচ- আস্থা আছে তার। সেই আস্থায় ভর দিয়ে নিয়মিত ভাল ইনিংস খেলে আবার ভারতীয় জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন উথাপ্পা। এবার ৬৮, ৭২ ও ৮৭ রানের তিনটি দুর্দান্ত ইনিংস খেলেছেন উথাপ্পা। সর্বশেষটায় যেন নিজেকে বেশি ধ্বংসাত্মক হিসেবে উত্থাপন করেছেন। এ বিষয়ে এ ওপেনার বলেন, ‘তারা খুব ভাল ব্যাট করে ১৮২ করেছিল। এ কারণে আমরা ধরেই নিয়েছিলাম ৬ ওভার পেরিয়ে যাওয়ার পরেও আমাদের রানরেটের গতি ভাল রাখতে হবে। এ কারণে আমরা ওভারপ্রতি ৯ রান করে তোলার দিকে মনোযোগী ছিলাম। সেটা সফল করতে পেরে ১৫ ওভার পর বেশ ভাল অবস্থানে চলে যেতে পেরেছিলাম।’ দলের পরিকল্পনার সঙ্গে নিজের ব্যাটিংটাকে মেলাতে পেরে দারুণ খুশি উথাপ্পা। তিনি বলেন, ‘খুবই জরুরী পারফর্মেন্স ধরে রাখা এবং আমি সেটাই করে যাচ্ছি। স্বপ্ন হচ্ছে ভারতের হয়ে আবার খেলা এবং টেস্ট ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করা। নৌবাহিনী রেকর্ড ৩১ গোলে জয়ী স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড ৩২ দল নিয়ে বৃহস্পতিবার থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপ’। উদ্বোধনী দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা ৩-১ গোলে নড়াইল জেলাকে, পটুয়াখালী জেলা ৯-০ গোলে খুলনা জেলাকে, বিমানবাহিনী ১০-১ গোলে রাজশাহী বিভাগকে এবং বাংলাদেশ নৌবাহিনী ৩১-০ গোলে গাজীপুর জেলাকে হারিয়ে শুভসূচনা করেছে। হকি ফেডারেশনের সূত্রে জানা গেছে, ৩১-০ গোলে জয় হচ্ছে বাংলাদেশের হকির যে কোন পর্যায়ের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড। নৌবাহিনীর রিমন কুমার একাই করেন হ্যাটট্রিকসহ ৫ গোল। মামুনুর রহমান চয়ন এবং দ্বীন ইসলাম ইমন করেন হ্যাটট্রিকসহ ৪ গোল। এছাড়া ৩টি করে গোল করেন আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, মাইনুল ইসলাম কৌশিক এবং কৃষ্ণ কুমার। এছাড়া জোড়া গোল করেন রোমান সরকার। ফজলে হোসেন রাব্বি করেন ১টি গোল।
×