ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দল ঘোষণায় আরও সময় নেবে বিসিসিআই

প্রকাশিত: ০৫:২৮, ২৮ এপ্রিল ২০১৭

দল ঘোষণায় আরও সময় নেবে বিসিসিআই

স্পোর্টস রিপোর্টার ॥ জোর ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় তাদের প্রস্তাবনার পক্ষে ভোট দেয়নি বাকি দুই মোড়ল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শুধু শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) বুঝিয়ে-সুঝিয়ে নিজেদের পক্ষে নিতে পেরেছে। কিন্তু ৮-২ ভোটে হেরে তাদের আর্থিক লভ্যাংশ প্রাপ্তির নীতি নিয়ে যে প্রস্তাব ছিল সেটা বাতিল হয়ে গেছে। আর এ কারণে আগামী জুনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আপাতত দল ঘোষণা স্থগিত রেখেছে বিসিসিআই। ২৫ এপ্রিল দল ঘোষণার নির্ধারিত শেষ সময় পেরিয়ে গেলেও তারা মনে করছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে দল ঘোষণা করলেও সেটা গ্রহণ করবে আইসিসি। বিশ্ব ক্রিকেটে সর্বাধিক অর্থ বিনিয়োগ করে ভারত। ক্রিকেটে প্রসারের ক্ষেত্রে বাণিজ্য ও বিপণনেও তারা অন্য যে কোন দেশের চেয়ে এগিয়ে। এ কারণে যে কোন দেশের চেয়ে সর্বাধিক লভ্যাংশও তারা দাবি করে আইসিসির কাছে। তবে দুবাইয়ে বুধবার তাদের সেই প্রস্তাবটা নাকচ হয়ে গেছে ভোটাভুটিতে। ভোটাভুটির আগে বিসিসিআইকে ৪০০ মিলিয়ন ডলার নিয়ে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। সেটা বিসিসিআই নাকচ করে দিয়েছিল। এবার তাদের প্রস্তাব বাতিল হওয়াতে বিসিসিআই পাবে ২৯৩ মিলিয়ন ডলার। সবগুলো পূর্ণ সদস্য দেশই সমান অর্থ পাবে। এরপর দারুণ হতাশ হয়েছে বিসিসিআই। তবে হাল ছাড়ছে না তারা। ভোটাভুটিতে এসএলসিকে পেয়েছে এবার, তারা আশা করছে অন্য দেশগুলোকেও পক্ষে আনতে পারবে জুনে চূড়ান্ত সিদ্ধান্তের আগে। এ কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাও করেনি বিসিসিআই। অংশগ্রহণকারী ৮ দলের মধ্যে বাকি শুধু ভারত। এছাড়া সবাই দল ঘোষণা করেছে। অনেকেই ধারণা করছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশই নেবে না হয়তো ভারতীয় দল। কিন্তু এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘এখনও একমাসের বেশি সময় বাকি আছে টুর্নামেন্টের। এর আগেই এমন ধারণা করা অমূলক। তবে কোনকিছুই নাকচ করতে পারছি না। অপেক্ষা করুন এবং দেখুন কি ঘটে? আমরা যে কোন সময়ই তো দল ঘোষণা করতে পারি, যেমন এক বা দুই সপ্তাহ আগে। কারণ আমাদের মনে একটা স্কোয়াড তো নির্ধারিত হয়েই আছে। এখন শুধু সেখানে একটা স্বাক্ষর করে দেয়া। আমি নিশ্চিত যে এটা আইসিসি গ্রহণ করবে।’
×