ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিতে রোমাঞ্চিত শারাপোভা

প্রকাশিত: ০৫:২৮, ২৮ এপ্রিল ২০১৭

জিতে রোমাঞ্চিত শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বহুল প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। তবে সমর্থকদের হতাশ করেননি রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরে নিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছেন তিনি। বুধবার থেকে শুরু হওয়া স্টুটগার্ট ওপেনে নিজের প্রথম ম্যাচে শারাপোভার প্রতিপক্ষ ছিলেন ইতালির রবার্তা ভিঞ্চি। শেষ পর্যন্ত রাশিয়ান তারকা ৭-৫ এবং ৬-৩ সেটে ভিঞ্চিকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। স্টুটগার্ট ওপেনের শেষ ষোলোতে মারিয়া শারাপোভার প্রতিপক্ষ এখন তারই স্বদেশী একাটেরিনা মাকারোভা। প্রথম রাউন্ডে যিনি পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নেন। গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সময় ডোপ টেস্টে পজিটিভ হন মারিয়া শারাপোভা। এরপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা করা হয় তাকে। কিন্তু মাশা আবেদন করলে নয় মাস কমিয়ে ১৫ মাসে নিয়ে আসা হয় তা। বুধবার ছিল তার নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফেরার দিন। আর এদিনই স্টুটগার্ট ওপেনে নিজের প্রথম ম্যাচে ইতালির রবার্তা ভিঞ্চিকে হারিয়ে শারাপোভা জানিয়ে দেন যে, এখনও ফুরিয়ে যাননি তিনি। শৈশব থেকেই টেনিসের সঙ্গে ভালবাসার বন্ধন শারাপোভার। টেনিস থেকে নির্বাসিত হওয়ার পর থেকেই কোর্টে ফেরার জন্য ছটফট করেছেন তিনি। অবশেষে কোর্টে ফিরলেন সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ী এই টেনিস তারকা। কেমন তার অনুভূতি? বিশেষ করে স্টুটগার্ট ওপেন দিয়ে আবারও টেনিসে ফিরে শারাপোভা দারুণ রোমাঞ্চিত। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেই এ বিষয়ে তিনি বলেন, ‘কোর্টে হাঁটতে পারাটাই আমার সেরা অনুভূতি। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই এই মঞ্চটা আমার। তাই এই টুর্নামেন্ট দিয়ে টেনিসে ফিরতে পারাটা সত্যিই আমার কাছে বিশেষ ধরনের। এর জন্য আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করে এসেছি।’ রবার্তা ভিঞ্চিকে হারাতে শারাপোভা সময় নেন একঘণ্টা ৪৫ মিনিট। দ্বিতীয় সেটের তুলনায় প্রথমটা জিততে একটু বেশিই ঘাম ঝরেছে তার। ম্যাচ শেষে শারাপোভা জানান, ‘আমি প্রকৃতগতভাবেই লড়াই করতে ভালবাসি। বিশেষ করে যখন ফলাফল আমার পক্ষে না যায় তখনও আমি চেষ্টা অব্যাহত রাখি। যখন আমার সেরা ফর্মে থাকি তখনও সবকিছু ভুলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতায় মেতে থাকি। এদিনও প্রতিপক্ষের বিপক্ষে আমার সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেছি।’ দ্বিতীয় রাউন্ডে শারাপোভা লড়াই করবেন তার স্বদেশী একাটেরিনা মাকারোভার বিপক্ষে। সেই ম্যাচ সম্পর্কেও কথা বলেছেন তিনি। এ বিষয়ে মাশা বলেন, ‘এই ম্যাচটা খুব কঠিন হবে তবে আমার জন্য এখন সবগুলো ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ।’ এদিকে শারাপোভার কাছে হেরে স্টুটগার্ট ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে রীতিমতো হতাশ ভিঞ্চি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি হেরেছি। আর ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসেও সে জিতেছে। স্বাভাবিকভাবেই সে খুশি আর এভাবে হেরে যাওয়ায় আমিও চরম হতাশ। তবে সে খেলোয়াড় হিসেবে দুর্দান্ত। যদিওবা সে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিল কিন্তু ইনজুরিতে ছিল না। তাই সে এই টুর্নামেন্টে পূর্ণ মনোযোগ দিয়েছে। ভাল খেলেছে এবং আক্রমণাত্মক খেলেছে। আসলে সে যোগ্য হিসেবেই ম্যাচটা জিতেছে।’ স্টুটগার্ট ওপেনের পর মাদ্রিদ ওপেন এবং রোম মাস্টার্সেও খেলার আমন্ত্রণ পেয়েছেন মারিয়া শারাপোভা। কিন্তু আগামী মাসে শুরু হতে যাওয়া মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে খেলতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এখনও চূড়ান্ত কিছুই জানায়নি কর্তৃপক্ষ। বুধবার ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন অবশ্য জানিয়েছে যে, এ ব্যাপারে আগামী মাসের আগে সুনির্দিষ্ট করে কিছুই বলা যাবে না।’ এদিকে ডোপ কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হওয়া শারাপোভার ফেরা নিয়ে শুরু থেকেই সমালোচনা করেছেন অনেকে। এবার ক্ষোভ প্রকাশ করলেন কানাডার ইউজেনি বাউচার্ডও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫৯ নাম্বারে থাকা বাউচার্ড শারাপোভাকে ‘প্রতারক’ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে রাশিয়ান তারকাকে ‘আজীবন’ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি জানান, পাঁচবারের গ্র্যান্ডসøাম জয়ী শারাপোভাকে খেলার অনুমতি দিয়ে ওমেন্স টেনিস এ্যাসোসিয়েশন ভুল বার্তা দিয়েছে। ইস্তাম্বুলে এক সাক্ষাতকারে ইউজেনি বাউচার্ড বলেন, ‘এটা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। সে একজন প্রতারক আমার কাছেও তার ব্যতিক্রম কিছু না। আমি মনে করি না একজন প্রতারককে আবারও খেলার সুযোগ দেয়া উচিত।’
×