ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৩, ২৮ এপ্রিল ২০১৭

টুকরো খবর

গোপালগঞ্জকে বিভাগ দাবি নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৭ এপ্রিল ॥ গোপালগঞ্জকে বিভাগ করার দাবি জানিয়েছে গোপালগঞ্জের জনগণ। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কে আয়োজিত মানববন্ধন গোপালগঞ্জ পৌরমেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ-সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু হোসেন, জেলা জাসদের সাধারণ-সম্পাদক শেখ মাসুদুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলায়ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একই কর্মসূচী পালিত হয়েছে এবং বক্তারা গোপালগঞ্জকে বিভাগ করার দাবি জানিয়েছেন। রাজশাহীতে বিপুল মাদক জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন ও ২৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার গোদাগাড়ী, বাঘা, চারঘাট ও পবা উপজেলায় আলাদা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে কোন কারবারীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, বুধবার রাতে গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির এ টহল দল পদ্মার চরে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন জব্দ করে। এর মূল্য চার লাখ টাকা। এছাড়া বৃহস্পতিবার ভোরে বাঘার মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির টহলদল ৮০ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে রাতে চারঘাটের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির টহলদল ১৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। এছাড়া একই রাতে পবার সোনাইকান্দি সীমান্ত ফাঁড়ির টহলদল ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করে। উদ্ধার করা ফেনসিডিলের মূল্য ৯৭ হাজার টাকা। তবলীগে এসে পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে তবলীগী জামায়াতে এসে পানিতে ডুবে গাজীপুরের আবদুর রাকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আবদুর রাকিব শ্রীপুর উপজেলার ঈদেরচালা গ্রামের আবদুল হান্নানের ছেলে। ২০১৭ সালের এএসসি পরীক্ষায় সে অংশ নিয়েছিল। পরীক্ষা শেষে প্রায় ৩০ জনের একটি দলের সঙ্গে ৪১ দিনের তবলীগে রাজশাহী এসেছিল রাকিব।ওই দলের প্রধান সোহেল রানার বরাত দিয়ে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবুরি দলের প্রধান মোঃ নুরুন্নবী বলেন, ৩৮ দিন থেকে দলটি রাজপাড়া থানার পশ্চিম বালিয়া জামে মসজিদে অবস্থান নিয়ে ইসলাম প্রচার করে আসছে। বৃহস্পতিবার দুপুরে দলের কয়েকজন কিশোর পদ্মা নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে থেকে কিশোর রাকিব পানিতে তলিয়ে যায়। পরে খবর দেয়া হয় ডুবুরি দলকে। এরপর নদীর তলদেশ থেকে ডুবুরিরা রাকিবের মরদেহ উদ্ধার করে। বখাটেদের গ্রেফতার দাবিতে রৌমারীতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলায় স্কুলছাত্রী উত্ত্যক্তকারী বখাটেদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে রৌমারী বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে থানা মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে। এতে অংশ নেনÑ ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দ এবং বক্তব্য রাখেনÑ রৌমারী বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সভাপতি আবু তোহা, রৌমারী সদর চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, যাদুরচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আলো মনিকে উত্ত্যক্তকারী বখাটেদের বিচার করায় বখাটেরা ২২ এপ্রিল ভোরে গোয়ালগ্রাম গ্রামে আবু তালেবের বাড়িতে ১০-১২ জন ঘরের ভেতর প্রবেশ করে ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর, টাকা-সোনাদানা লুটসহ বাড়ির মালিক আবু তালেব ও তার স্ত্রী হোসনেয়ারাকে এলোপাতিড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে রৌমারী থানায় মামলা হয়েছে। নাটোরে আইনজীবী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৭ এপ্রিল ॥ নাটোর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সভাপতি আমেল খাঁন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্য রাতে শহরের চৌধুরীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ইসলামাবাদে গ্যারেজে টমটমের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। বুধবার রাতে ফকিরা বাজার আলমের গ্যারেজে তারা টমটমে চার্জ দিচ্ছিল। নিহত টমটমচালক হেলাল উদ্দীন (৩০) খোদাইবাড়ীর বাসিন্দা। আহতরা হলো রমজান আলী নয়ন। জখম স্কুলছাত্রীর দায়িত্ব নিল সমাজসেবা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিজের বাল্যবিয়ে রুখতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রীর সার্বিক মনিটরিং করছে মহিলাবিষয়ক মন্ত্রণালয়। বাল্যবিয়েতে বাধ্য করতে শিক্ষার্থী ও তার মা-বোনকে মারধরের লিখিত অভিযোগের তিন দিনেও মামলাটি এজাহারভুক্ত করেনি পুলিশ। আহত শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদফতর। হামলার ঘটনায় অভিযুক্ত রনি করকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে এক বছরের কারাদ- দেয়া হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের। ইসলামী ছাত্র সংগঠনের নামে কর্মী সংগ্রহ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ এপ্রিল ॥ ইসলামী ছাত্র সংগঠনের কর্মী সংগ্রহের নামে কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করা হচ্ছে। ইতোমধ্যে ওই ছাত্র সংগঠনটি উপজেলার বিভিন্ন স্কুলে তাদের কর্মী সংগ্রহের কাজ শুরু করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এ কার্যক্রম চালাচ্ছে। তারা বিভিন্ন স্কুলে গিয়ে শ্রেণীকক্ষে ঢুকে ইসলামের নামে বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মন ভোলানোর চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী তাদের ফাঁদে পা দিয়ে ওই সংগঠনের কর্মী হয়েছে। শুধু তাই নয়, কর্মী সংগ্রহের নামে রসিদ দিয়ে টাকা নেয়া হচ্ছে তাদের কাছ থেকে। নাম প্রকাশ না করার শর্তে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্র্থীরা জানায়, বুধবার ওই সংগঠনের কয়েক নেতা তাদের বিদ্যালয়ে গিয়ে ২৫-৩০ শিক্ষার্থীকে এক জায়গায় জড়ো করে তাদের ইসলামের পথে সদস্য হওয়ার জন্য বয়ান দেয়। এ বয়ানে অনেক শিক্ষার্থী আকৃষ্ট হয়ে সদস্য হয়েছে। সদস্য হতে তাদের কাছ থেকে পাঁচ টাকা করে নেয়া হয়েছে। এ রকম সদস্য সংগ্রহ চলছে অন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও। তিন জেএমবি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ এপ্রিল ॥ গোবিন্দগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে বুধবার রাতে ডিবি পুলিশ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। তাদের বৃহস্পতিবার গাইবান্ধা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে নেয়া জেএমবির সদস্যরা হলোÑ গোবিন্দগঞ্জের নয়াপাড়া (তুলসীপাড়া) গ্রামের খায়রুল ইসলামের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক, ওই উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে রফিক এবং কক্সবাজারের আব্দুর রহিম চৌধুরীর ছেলে নুর মোহাম্মদ চৌধুরী। মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ লিবিয়ায় দুই যুবককে আটকে রেখে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ টাকা আদায়ের অভিযোগে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ সাইফুল ইসলাম (২২) ও হযরত আলী (৩৮)। পুলিশ তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায় করা ৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক মানবপাচারবারী চক্রের বাংলাদেশী এজেন্ট বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, নরসিংদী জেলার মিজানুর রহমানের বড় ছেলে মেহেদী হাসান হৃদয় (২১) ও তার প্রতিবেশী সেলিমকে ভাল চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা করে নিয়ে ছয় মাস পূর্বে ফতুল্লার হযরত আলী ও সাইফুল ইসলামের সহায়তায় লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়াতে হারুন ও দুলাল হোসেন মিলে মেহেদী হাসান হৃদয় ও সেলিমকে আটকে রেখে গত ৫ এপ্রিল দুলাল হোসেন ইমোতে মেহেদী হাসানের মামা জুলহাস মিয়ার মোবাইলে কল করে জানায় মেহেদী ও সেলিমকে দালালের কাছ থেকে তারা ক্রয় করেছেন। তাদের মুক্ত করতে হলে হলে জনপ্রতি আরও তিন লাখ টাকা করে দাবি করে মেহেদী ও সেলিমকে শারীরিকভাবে নির্যাতন করা ছবি ইমোতে পাঠিয়ে দেখায়। হৃদয়ের পরিবার বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী হযরত আলীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, সাইফুলের ভাই হারুন এবং হযরত আলীর ভাই দুলাল হোসেন লিবিয়াতে অবস্থান করে বিভিন্ন মানুষকে আটক রেখে নির্যাতন করে তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে ৩৩ লাখ টাকা আদায় করেছে বলে স্বীকার করে। গুলি বিনিময় ॥ আটক ৩ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ এপ্রিল ॥ কুমিল্লা ডিবি পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশ পৃথক ৩টি অভিযানে ১ হাজার ৭০০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশ এসব অভিযান চালায়। ডিবি পুলিশ জানায়, বুধবার গভীর রাতে এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম জেলার সদর দক্ষিণ উপজেলার বালুতোপা-সুয়াগাজী রাস্তার নোয়াগাঁও দীঘিরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। ছাত্র অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদ- নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ এপ্রিল ॥ এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলার রায়ে এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদ- দিয়েছে শিশু আদালত। বৃহস্পতিবার দুপুরে এ সাজার রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন। সাজাপ্রাপ্ত সোবাহান উদ্দিন জিহান শহরের নবীনগর এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ের ¯œাতক (সম্মান) শিক্ষার্থী। উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ মার্চ এসএসসি পরীক্ষার শেষ দিন ভিকটিম এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে। কটিয়াদীতে সজল হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ এপ্রিল ॥ কটিয়াদীতে সজল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে আচমিতা ইউনিয়নের ঘাগৈর নয়াপাড়া বাজারে এ কর্মসূচীতে নিহতের স্বজনরা সজলকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন। এজন্য মানববন্ধনে তদন্তপূর্বক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বক্তৃতা করেনÑ নিহতের মা খুদেজা, মামাত ভাই রাজন, এলাকাবাসীর মধ্যে সাইফুল ইসলাম, মল্লিক মিয়াসহ অন্যরা। বয়লার বিস্ফোরণ ॥ তদন্ত কমিটি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলায় চাঞ্চল্যকর অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহতের ঘটনা তদন্তের লক্ষ্যে পুলিশের উচ্চপর্যায়ের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সুপার হামিদুল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি তদন্তের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে তার নিকট প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফকে প্রধান করে বিশেষ শাখার পরিদর্শক রবিউল ইসলাম ও কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিমকে সদস্য করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ এপ্রিল ॥ লক্ষ্মীপুরে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা ও রাজাকার আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানিয়েছে জেলার মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে বলা হয়, কয়েকদিন আগে কিছু মুক্তিযোদ্ধা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযোদ্ধারা এর তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানান। তারা জানান, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে নিজস্ব কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভারতে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জেলা সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম। এনডিসি প্রতিনিধি দলের ব্রি ও বারি পরিদর্শন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় প্রতিরক্ষা কোর্সের (এনডিসি) ৮০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছে। মেজর জেনারেল এসএম শফিউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, মিসর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তাঞ্জানিয়া, শ্রীলঙ্কা, ওমান, পাকিস্তান, নেপাল, নাইজিরিয়া ও নাইজারসহ ১৪ দেশের উর্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ এ পরিদর্শনে যোগ দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব শহীদ হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আহমেদ শফি এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. শাহজাহান কবীর আলোচনায় অংশ নেন। ব্রির পরিচালক (গবেষণা) ড. আনছার আলী এক উপস্থাপনায় উচ্চ ফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের ক্ষেত্রে ইনস্টিটিউটের অর্জন ও সাফল্য এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের পোস্ট হার্ভেস্ট টেকনোলজি ল্যাব, জীব প্রযুক্তি ল্যাব, হাইড্রোপনিক্স ল্যাব ও টক্সিকোলজি ল্যাব পরিদর্শন করেন।
×