ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরিকল্পিত নগরায়নেই দুর্ভোগ ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:১২, ২৮ এপ্রিল ২০১৭

অপরিকল্পিত নগরায়নেই দুর্ভোগ ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে তা থেকে উত্তোরণের প্রয়াসে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ১৯৯৫ সালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ায় চট্টগ্রাম অনেকাংশে পিছিয়ে পড়েছে। বৃহস্পতিবার মিউনিসিপ্যাল গবর্নেস এ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের আওতায় আয়োজিত এক কর্মশালায় কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশ্বব্যাংকের সহায়তায় চট্টগ্রামের উন্নয়ন কর্মকা- প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সংস্থাটি সহযোগিতার হাত বাড়িয়েছে। এতে উজ্জীবিত হয়েছে চট্টগ্রামবাসী। সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা। ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ এপ্রিল ॥ নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হন। এ সময় উভয়পক্ষের ২৫ বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঈশ্বরদী গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে রাজ্জাক মাতুব্বর গ্রুপের সঙ্গে পাচু মাতুব্বর গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই গ্রুপের দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাািটর জের ধরে বৃহস্পতিবার সকালে দু’গ্রুপের দুই শতাধিক সমর্থক ঢাল-সড়কি, লাঠি, ইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রিজিয়া বেগমসহ ২১ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফেঁসে গেলেন রাজাকার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৭ এপ্রিল ॥ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ফেঁসে গেলেন রাজাকার। জেলায় মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে এসে জালিয়াতি করে ধরা পড়েছে। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা দুই ঘণ্টা দাঁড় করিয়ে রেখে তাৎক্ষণিক সাজা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের চানপুরা গ্রামের বাসিন্দা জয়নাল মল্লিকের পুত্র বর্ষীয়ান চান মলিক রাজাকার চিহ্নিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় এই ব্যক্তি রাজাকার বাহিনীর সদস্য ছিল। সে অনলাইনে মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য আবেদন করে এবং তার সনদপত্র যাচাই-বাছাই করে জাল প্রমাণিত হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এএমএজি ওসমানীর সনদপত্র তিনি নিজ হাতে লিখেছেন। বাল্যবিয়ে বন্ধ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ এপ্রিল ॥ ভাঙ্গায় বান্ধবী লায়লা আক্তারের সহযোগিতায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা আক্তারের (১৪) বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন। প্রশাসনের সহযোগিতায় পুনরায় শ্রেণীকক্ষে ফিরে এলো শিক্ষার্থী মাহমুদা। মাহমুদা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামের মৃত তারা মিয়ার মেয়ে। সে ভাঙ্গা পৌরসদরের কাজী শামসুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায়, গত বুধবার মাহমুদার বিয়ের দিন ছিল। পড়াশুনা করতে ইচ্ছুক মাহমুদা বিয়েতে রাজি ছিল না। কিন্তু হতদরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় তার কিছু করার ছিল না। সে বিষয়টি প্রতিবেশী ও সহপাঠী লায়লাকে জানায়।
×