ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলেজ জাতীয়করণ দাবিতে অবরোধ ॥ গুলি, আহত ৬

প্রকাশিত: ০৪:১১, ২৮ এপ্রিল ২০১৭

কলেজ জাতীয়করণ দাবিতে অবরোধ ॥ গুলি, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ এপ্রিল ॥ শৈলকুপার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ সরকারী করণের দাবিতে শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করে রাখে। পুলিশ ছাত্রদের সড়ক থেকে সরাতে গেলে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরে ছত্রভঙ্গ করতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ৩ পুলিশ ও ৩ ছাত্র আহত হয়। ছাত্ররা একটি গাড়ি ভাংচুর করে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি জানান, জেলার শৈলকুপা উপজেলার ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ সরকারী করণের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১১ পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবোরধ করে রাখে। এ সময় সড়কটির উভয় পাশে বিপুলসংখ্যক গাড়ি আটকা পড়ে। পুলিশ ছাত্রদের অবরোধ তুলে নিতে বললে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে ২১ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ৩ পুলিশ ও ৩ ছাত্র আহত হয়।
×