ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১১, ২৮ এপ্রিল ২০১৭

নড়াইলে প্রকৌশলীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ এপ্রিল ॥ নিখোঁজের দুইদিন পর মধুমতি নদী থেকে নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের (৫৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার তিনি নড়াইল থেকে ঢাকা যাওয়ার সময় কালনা ফেরিঘাট এলাকা থেকে নিখোঁজ হন। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। ঢাকার মোহাম্মদপুরে তার পরিবার বসবাস করেন। পাবনায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, শহরের শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের পেছনে মান্নান কেবিনেটের সামনে দুর্বৃত্তরা বেকারি ব্যবসায়ী ফারুক আহমেদকে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। নিহত ফারুক হোসেন শিবরামপুর মহল্লার নবাব আলীর ছেলে। ভোলায় বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব বগীরচর এলাকার একটি ধানক্ষেত থেকে মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে লালামোহন থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, নিহত মমতাজ বেগম বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের টানাখালী গ্রামের করাতী মিস্ত্রি তাজল ইসলামের স্ত্রী। টাঙ্গাইলে চাচা খুন নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, বাসাইলে মাটি ভরাটকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে মেরেছে ভাতিজা ভাতিজি জামাই। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার নাকাসিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিলু সরকার। কেরানীগঞ্জে কিশোর নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, বুড়িগঙ্গা নদীর লালকুঠি এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নৌ-পুলিশের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নারায়ণগঞ্জে নারী স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরে অজ্ঞাত (৩৫) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলায় ত্রিবেনি এলাকার কৃষি জমি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×