ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৪:০৬, ২৮ এপ্রিল ২০১৭

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি)। সাব-অর্ডিনেটেড বন্ড নামে ৭ বছর মেয়াদী এ বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের এ নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার কমিশনের ৬০৩তম সভায় এ বন্ড অনুমোদন করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে, যার মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, যা শুধু বাণিজ্যিক ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার এসিআই ফর্মুলেশনের ইপিএস বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরর্মুলেশন তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫০ পয়সা। যা এর আগের বছর ছিল ৪ টাকা ৮৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৪ টাকা। গত বছরে ছিল ৫০ টাকা ৫০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×