ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় তিন ভারতীয় সৈন্যসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:০৩, ২৮ এপ্রিল ২০১৭

কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় তিন ভারতীয় সৈন্যসহ নিহত ৫

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কুপওয়ারা এলাকার সেনা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ তিন সৈন্য ও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে ওই ক্যাম্পটিতে হামলাটি চালানো হয়। খবর এএফপির। ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট সেবাসহ ২২টি সামাজিক যোগাযোগমাধ্যম যার মধ্যে ফেসবুক, টুইটার ও হোয়াটসএ্যাপ এক মাসের জন্য বন্ধ করে দেয়ার একদিন পর ঘটনাটি ঘটল। সেনা মুখপাত্র রাজেশ কালিয়া জানান, বিচ্ছিন্নতাবাদীরা ভোর ৪টার দিকে গুলি ছুড়তে ছুড়তে সীমান্ত এলাকায় অবস্থিত কুপওয়ারার সেনা ক্যাম্পটিতে প্রবেশের চেষ্টা করে। এরপর দু’পক্ষের মধ্যে প্রায় চার ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। গোলাগুলি চলাকালে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ তিন সৈন্য নিহত হয়। সৈন্যদের পাল্টা গুলিতে দুই বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়। ধারণা করা হচ্ছে, সেখানে হামলাকারী বিচ্ছিন্নতাবাদীরা আত্মঘাতী হামলা চালিয়েছে। লুকিয়ে থাকা অন্যদের ধরতে গোলাগুলি থামার পর সেখানে তাৎক্ষণিকভাবে একটি তল্লাশি অভিযান শুরু হয়েছে। কাশ্মীরে পাঁচ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। ১৯৪৭ সালের ব্রিটিশ আইন অনুযায়ী কাশ্মীরকে দু’ভাগে ভাগ করে ভারত ও পাকিস্তানের মধ্যে দেয়া হয়েছে। উভয় দেশই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে আসছে। কাশ্মীর উপত্যকায় ভারতবিরোধী মনোভাব দ্রুতই ছড়িয়ে পড়ছে। এলাকাটি বিশ্বের সবচেয়ে বেশি সামরিক উপস্থিতির একটি এলাকা, যেখানকার অধিকাংশ লোক স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়। বৃহস্পতিবারের হামলায় আক্রান্ত সেনা ক্যাম্পটি গোলন্দাজ বাহিনীর ঘাঁটি ছিল। গত বছর জম্মু ও কাশ্মীরের উরি এলাকায় একই কায়দায় সেনা ক্যাম্পে চালানো হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছিল। হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান থেকে এসেছিল বলে দাবি ভারতের।
×