ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট হওয়ার পর পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ ট্রাম্পের

উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধি

প্রকাশিত: ০৪:০৩, ২৮ এপ্রিল ২০১৭

উত্তর কোরিয়ার ওপর চাপ বৃদ্ধি

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর অবসান ঘটাতে দেশটিকে চাপে রাখার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এক শ’ সিনেটরের উদ্দেশে বুধবার বিশেষ এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নেতা কিম জং উনকে তার পদ থেকে সরানোর কোন ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে থাকা মার্কিন শীর্ষ কমান্ডার দক্ষিণ কোরিয়ায় একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরেন। উত্তর কোরিয়া নতুন অস্ত্র পরীক্ষা পরিকল্পনায় উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে। ন্যাশনাল ইন্টিলিজেন্সের ডিরেক্টর ড্যান কোটস, প্রতিরক্ষা সেক্রেটারি জিম ম্যাটিস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যৌথ বিবৃতিতে বলেন, কোরীয় উপদ্বীপের পরমাণু বিমুক্তকরণে শান্তি ও স্থিতিশীল বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র। আমরা এই লক্ষ্যে খোলাখুলি আলোচনা এগিয়ে নিব। আমাদের মিত্র ও আমাদের নিজেদের পক্ষে কথা বলার প্রস্তুতি নিয়েছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাম্প উত্তর কোরিয়াকে এমনভাবে চাপ দেবে যেন দেশটি নিজেই পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী বাদ দেয়। সমস্যা সমাধানে আমাদের সহযোগী ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত থাকবে। উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিনীদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার পরমাণু যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচী নস্যাত করতে দেশটির ওপর চাপ বাড়াতে চীনকে কাজে লাগানো ট্রাম্পের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে ওই যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। সিনেটর ক্রিস্টোফার কুনস সাংবাদিকদের বলেন, সিনেটরদের জন্য বিশেষ প্রেসিডেন্সিয়াল বক্তব্যে সামরিক বিকল্পগুলো আলোচনা করা হয়েছিল। উত্তর কোরিয়া ইতোমধ্যে অস্ত্র কর্মসূচীর ওপর কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর সন্ত্রাসে মদদদাতা দেশগুলোর তালিকায় উত্তর কোরিয়াও রয়েছে। ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা এক বছর আগে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরেই উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরমাণু পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েন ॥ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচীকে ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে বুধবার দক্ষিণ কোরিয়ায় থাড প্রতিরক্ষা স্থাপন করা হয়েছে। প্রত্যাশিত সময়ের আগেই বুধবার এ কাজ শুরু করার পর স্থানীয় কয়েক শ’ বাসিন্দা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী মুন জায়ে-ইনও এ তৎপরতার নিন্দা জানিয়েছেন। তার এক মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘জনগণের মতামত ও যথাযথ প্রক্রিয়াকে’ উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুন এবং পরবর্তী প্রশাসন দায়িত্বভার গ্রহণ করে তাদের নীতি-নির্ধারণ না করা পর্যন্ত এই মোতায়েন প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়েছেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই এ্যালটিটুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থা মোতায়েনে সম্মত হয়েছিল দক্ষিণ কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে পারবে না বরং ওই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য নষ্ট করবে বলে সতর্ক করে দিয়েছে চীন। বেজিং আরও বলেছে, দক্ষিণ কোরিয়া নিজেই বিক্ষোভের মুখে, সেখানে থাড স্থাপনে নিরাপত্তা অস্থিতিশীল হবে।
×