ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেয়ারে বসতে বেসামাল বরখাস্তকৃত সুপার

প্রকাশিত: ০১:১৪, ২৭ এপ্রিল ২০১৭

চেয়ারে বসতে বেসামাল বরখাস্তকৃত সুপার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হ্নীলা জামিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় মুহতামিমের চেয়ার দখখলে নিতে ব্যাপক তদ্বির চলছে। বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগে কমিটির নেতৃবৃন্দ কিছুদিন আগে মৌলানা আফছার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন। গঠন করা হয়েছে সুরা সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কার্যক্রমও চালাচ্ছেন তারা। কিন্তু ক্ষমতার চেয়ারে আসীন হতে না পেরে মৌলানা আফছার উদ্দিন বেসামাল হয়ে পড়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় মৌলভী নুরুল আলমের ফার্মেসীর সামনে পানখালী সড়কে মাওলানা শুক্কুর ও নুর মোহাম্মদকে বেদম মারধর করেছে সন্ত্রাসীরা। এদিকে মাওলানা আফছার উদ্দিন চৌধুরী নিজেকে হ্নীলা জামিয়া দারুচ্ছুন্নাহর মুহতমিম দাবি করে জানান, মাওলানা আবদুস শুক্কুর ও মাওলানা নুর মোহাম্মদের ভাড়াটিয়া মাস্তান নুর হাশিম ও বাপ্পীসহ আরও ৪-৫ জন অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারিরীকভাবে লাঞ্চিত করার চেষ্টা চালায়। উল্লেখ্য জঙ্গীপনা ও সন্ত্রাসী হামলার অভিযোগে কয়েকটি মামলার চার্জশীটভুক্ত আসামি সাবেক আরএসও কমান্ডার হাফেজ ছলাহুল ইসলামের পরিচালনাধীন প্রতিষ্টানের কমিটির অন্যতম কর্মকর্তা মাওলানা আফছার উদ্দিন চৌধুরী।
×