ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহজ ও সাবলিল হচ্ছে মাধ্যমিকের ১২ বই

প্রকাশিত: ০০:২৩, ২৭ এপ্রিল ২০১৭

সহজ ও সাবলিল হচ্ছে মাধ্যমিকের ১২ বই

অনলাইন রিপোর্টার ॥ এসএসসিতে ১২টি বিষয়ের পাঠ্যবই পরিমার্জন করে সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস, গণিত, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান- এই ১২টি বই পর্যালোচনা করে সহজ, সাবলীল ও প্রয়োজনে ছোট করা হবে। এ ছাড়া কারিকুলাম, পরীক্ষাপদ্ধতি, ফল প্রণয়নপদ্ধতিসহ অন্যান্য দিকও পর্যালোচনা চলছে। ' বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষাবিদদের দুই ঘণ্টা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বৈঠকে ড. ফরাস উদ্দিন আহম্মেদ, অধ্যাপক মনজুর আহমেদ, রাশেদা কে চৌধুরী, ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক শ্যামলি নাসরিন চৌধুরী, অধ্যাপক তাসলিমা নাসরিন প্রমুখ অংশ নেন। বৈঠক শেষে অধ্যাপক এম এম আকাশ বলেন, 'আমি অর্থনীতির বইটি দেখছি। সেখানে কোনো ভুল থাকলে সংশোধন করা হবে। জটিলতা থাকলে সহজ করা হবে। সংবিধানের বিরুদ্ধে কিছু থাকলে বাদ যাবে’।
×