ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ বাংলাদেশী-কানাডীয় নারী পেলেন ‘পেস-আরএমএম’ পুরস্কার

প্রকাশিত: ০৮:৩৬, ২৭ এপ্রিল ২০১৭

৬ বাংলাদেশী-কানাডীয় নারী পেলেন ‘পেস-আরএমএম’ পুরস্কার

বিডিনিউজ ॥ নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘পেস-আরএমএম উইমেন এ্যাচিভারস এ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার ছয় নারী। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ অটোয়ার সমাজকর্মী ও রাজনীতিক রাশেদা নওয়াজ, যিনি পেয়েছেন ‘উইমেন অব ডিসটিঙ্কশন এ্যাওয়ার্ড’। এছাড়া আইন পেশায় অবদানের জন্য পুরস্কার পেয়েছেন চয়নিকা দত্ত। নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন শাহনাজ পারভীন। ফ্যাশন ডিজাইনে পেয়েছেন রুশমিতা আলম। স্বাস্থ্য ক্যাটাগরিতে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন শিরা হক এবং শাহিদা সুলতানা। সম্প্রতি কানাডায় বাংলা ১৪২৪ বর্ষ উদযাপনে ‘কালার অব জয়’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করে অলাভজনক প্রতিষ্ঠান পেস এবং রেডিও মেট্রো মেইল। বর্ষবরণ অনুষ্ঠানেই বিতরণ করা হয় এ পুরস্কার। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. অমিত চাকমা।
×