ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রয় কমিটিতে প্রস্তাব অনুমোদন

আদানি পাওয়ার থেকে ৬.৮৯ দরে বিদ্যুত কেনার উদ্যোগ

প্রকাশিত: ০৮:৩৫, ২৭ এপ্রিল ২০১৭

আদানি পাওয়ার থেকে ৬.৮৯ দরে বিদ্যুত কেনার উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের ঝাড়খ-ে নির্মিতব্য বেসরকারী কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড থেকে প্রতি ইউনিট বিদ্যুত ৬ টাকা ৮৯ পয়সা দরে কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রসঙ্গত, ভারতের ঝাড়খ-ে নির্মিতব্য ১৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে ২০১০ সালে বাংলাদেশ বিদ্যুত বিভাগের একটি সমঝোতা চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় উৎপাদিত ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে বাংলাদেশে। বিদ্যুত বিভাগ জানায়, বাংলাদেশে বিদ্যুত সরবরাহের জন্য আদানি পাওয়ার ঝাড়খ-ে ইতোমধ্যে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক দুটি বিদ্যুতকেন্দ্র নির্মাণ করে। বাংলাদেশে বিদ্যুত রফতানির জন্য সংশ্লিষ্ট প্রাদেশিক সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনাপত্তিপত্র সংগ্রহের দায়িত্বও আদানি পাওয়ারের। ইতোমধ্যেই ভারত সরকার প্রস্তাবিত বিদ্যুকেন্দ্র থেকে শর্তসাপেক্ষে বিদ্যুত সরবরাহের নীতিগত অনুমোদন দিয়েছে। এদিকে চুক্তি অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৮৯ টাকা, যা দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের ট্যারিফ মূল্যের চেয়ে বেশি। ২৫ বছর মেয়াদী এ বিদ্যুতায়নে বাংলাদেশের ব্যয় হবে ১ লাখ ৯০ হাজার ৯৭৫ কোটি টাকা। প্রতিবছর বিদ্যুতের চাহিদা ১০ দশমিক ১৪ শতাংশ হারে বাড়ছে। সে হিসেবে আগামী ২০২১ সালে দেশে দৈনিক ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। এ বাড়তি চাহিদা পূরণে বিদ্যুত উৎপাদনের নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বিদ্যুত সরবরাহের জন্য প্রকল্পের আওতায় ঝাড়খ- থেকে বাংলাদেশের সীমানা পর্যন্ত ৯০ কিলোমিটার এবং বাংলাদেশের অভ্যন্তরে বগুড়া পর্যন্ত ১৪০ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণের কথা রয়েছে বলে জানিয়েছে বিদ্যুত বিভাগ।
×