ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে এখন সবুজ উন্নয়নের দিকে তাকাতে হবে॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ এপ্রিল ২০১৭

বাংলাদেশকে এখন সবুজ উন্নয়নের দিকে তাকাতে হবে॥ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশকে এখন সবুজ উন্নয়নের দিকে তাকাতে হবে। তবে রাতারাতি সবুজ উন্নয়ন সম্ভব নয়, এই জন্য এখন থেকেই শক্ত ভিত্তি তৈরি করতে হবে। বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত গ্রীন গ্রোথ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ডেনমার্ক দূতাবাস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশ হিসেবে পরিণত হওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে এই কর্মসূচী সফল করতে আগের চেয়েও আরও বেশি টেকসই বৃদ্ধিতে জোর দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যে কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন খাত বিকাশে যে নীতিমালা গ্রহণ করা হবে, সেখানে উদ্ভাবনী প্রক্রিয়াকে প্রাধান্য দিতে হবে। তাহলে সামাজিক ও পরিবেশগত লক্ষ্যগুলোও সহজে বাস্তবায়ন সম্ভব হবে। আবুল হাসান মাহমুদ আলী বলেন, টেকসই অর্থনীতি বিকাশে উৎপাদন খাতে সবুজ প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবন প্রক্রিয়াকে যুক্ত করা প্রয়োজন। সম্মেলনে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার বলেন, বাংলাদেশের সঙ্গে ডেনিশ বিশেষজ্ঞরা প্রত্যক্ষভাবে যেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে, সেজন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সবুজ প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। বাংলাদেশে টেকসই উৎপাদনে সহযোগিতা দিতে চায় ডেনমার্ক। কোন কোন খাতে সহযোগিতা দেয়া যায়, সে বিষয়ে সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচনা করেন বক্তারা। সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি কর্মসূচীর সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার প্রমুখ।
×