ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ৭ খুনের তিন বছর পূর্তি আজ

প্রকাশিত: ০৮:১৭, ২৭ এপ্রিল ২০১৭

না’গঞ্জে ৭ খুনের তিন বছর পূর্তি আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার তিন বছর পূর্তি আজ বৃহস্পতিবার। ২০১৪ সালের এই দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। চলতি বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এই আলোচিত সাত খুন মামলার রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদ- এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন। এদিকে এখনও মৃত্যুদ-প্রাপ্ত আসামিসহ এ মামলার ৮ আসামি পলাতক রয়েছে বলে নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি জানান। গত তিন বছরেও ৭ খুনে নিহতদের আত্মীয়-স্বজনদের কান্না থামেনি। নৃশংস ও লোমহর্ষক এ হত্যাকা-ে তিন বছরে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অভাব-অনটনে মধ্য দিয়ে অসহায় পরিবারগুলোর দিন চলছে। অর্থকষ্টে অমানবিক জীবন যাপন করছে সাত খুনে নিহত স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর ও চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমসহ ৫টি পরিবার। নিহত স্বজনদের এখন একটাই দাবি, এ নৃশংস হত্যাকা-ের ঘটনায় নিম্ন আদালতের যে রায় হয়েছে, উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে এবং রায়টি যেন অতি দ্রুত কার্যকর করা হয়। মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান, নজরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
×