ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুনেকে হারিয়ে শীর্ষে কলকাতা আইপিএল

প্রকাশিত: ০৭:৫৬, ২৭ এপ্রিল ২০১৭

পুনেকে হারিয়ে শীর্ষে কলকাতা আইপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বুধবারের একমাত্র ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা নাইটরাইডার্স। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গৌতম গাম্ভীরের দল। অধিনায়ক স্টিভেন স্মিথের (৩৭ বলে ৫১*) ঝড়ো হাফ সেঞ্চুরি, ওপেনার অজিঙ্কা রাহানের ৪৬, মহেন্দ্র সিং ধোনির ২৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের স্কোর গড়ে পুনে। জবাবে গাম্ভীর (৪৬ বলে ৬২) ও রবিন উথাপ্পার (৭ চার ও ৬ ছক্কায় ৪৭ বলে ৮৭) ম্যারাথন দুটি ইনিংসের সৌজন্যে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা! এদিনও নাইট একাদশে জায়গা হয়নি বাংলাদেশী তারকা সাকিব-আল হাসানের। অথচ ইনফর্ম বিদেশী কাল্টার-নাইলের বিশ্রামে অনেকে ধরেই নিয়েছিলেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছেন সাকিব। কিন্তু সুনীল নারাইন, ড্যারেন ব্রাভো, কলিন ডি গ্রান্ডহোম ও ক্রিস ওকসকে নামায় কলকাতা। কালকের ম্যাচটা ছিল পুনের মাঠ মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। ধীরগতির উইকেটে স্পিনিং-অলরাউন্ডার সাকিবের জায়গা করে নেয়ার সম্ভাবনাই বেশি ছিল। কোল্টার-নাইলের পরিবর্তে কলকাতা দলে কার খেলা উচিত? এমন প্রশ্নে একটি ভোটাভুটির আয়োজন করেছিল জনপ্রিয় সাইট ক্রিকইনফো। যেখানে প্রায় ১৬ হাজার পাঠক সেই পোলে ভোট দিয়েছিলেন। দেখা গেছে, আট হাজারের বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন সাকিব। কিন্তু তুমুল এই জনপ্রিয়তাকেও উপেক্ষা করে বিশ্বসেরা অলরাউন্ডারকে বসিয়ে রাখে কলকাতা! শ্রীলঙ্কায় নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়া সাকিব অবশ্য এবারের আইপিএলে সেভাবে জ্বলেও উঠতে পারেননি। সুযোগ পাওয়া একমাত্র ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩১ রান রান দেন। ম্যাচটাও হারে কলকাতা। সে কারণে সাকিবের চেয়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের ওপরই বেশি ভরসা রাখছে শাহরুখ খানের দল। তার ওপর ওপেনিংয়ে ব্যাটিংয়ে চমক দেখানো সুনীল নারাইন হঠাতই অলরাউন্ডার বনে গেছেন!
×