ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

মুক্তির আগেই হিট বাহুবলী টু

প্রকাশিত: ০৭:১৪, ২৭ এপ্রিল ২০১৭

মুক্তির আগেই হিট বাহুবলী টু

‘সাত বছর বয়স থেকে আমি ভারতীয় কমিক সিরিজ ‘অমর চিত্রকথা’ পড়া শুরু করেছিলাম। যেখানে কোন সুপার হিরোর গল্প থাকত না, তবে ভারতীয় পুরাণ, লোকগাঁথা, প্রচলিত রূপকথার কাহিনীগুলো চমৎকারভাবে পরিবেশন করা হতো, ‘এর মাধ্যমে ভারতবর্ষের বিখ্যাত ঐতিহাসিক চরিত্রগুলো, বিভিন্ন সময়ে সংঘটিত যুদ্ধবিগ্রহের কাহিনী, রাজা-রাজ্য-রাজনীতির পুরাণ ইতিহাস সম্পর্কে পাঠক অনেকটা ধারণা লাভ করত। ‘অমর চিত্রকথা’ নিয়মিত পড়তাম। গল্পগুলো পড়ে আবার আমি আমার নিজের মতো করে বন্ধুবান্ধবদের কাছে বলতাম’ কথাগুলো চিত্রপরিচালক এসএস রাজামৌলির। যিনি ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘বাহুবলী’র কৃতী নির্মাতা হিসেবে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ২০১৫ সালে এসএস রাজামৌলি পরিচালিত ঐতিহাসিক ফ্যান্টাসি সিনেমা ‘বাহুবলী : দ্য বিগেনিং’ মুক্তির পর বিস্ময়কর আলোড়ন সৃষ্টি হয়েছিল দর্শকদের মধ্যে। মূলত ভারতের দক্ষিণী সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’। তেলেগু এবং তামিল ভাষায় নির্মিত এ ছবিতে দক্ষিণী চিত্র তারকারা অভিনয় করেছিলেন। হিন্দীতে ডাব করে মুক্তি দেয়া হলে এটি সর্বভারতীয় দর্শক আনুকল্য লাভ করে। ১৮০ কোটি রুপী বাজেটের ছবি ‘বাহুবলী’ ৬৫০ কোটি রুপী ব্যবসা করে। শুধুমাত্র ভারতেই নয় বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করে ঐতিহাসিক পৌরাণিক কাহিনীর এ ছবি। ‘বাহুবলী’ ছবির গল্প চিত্রনাট্যে যেমন দারুণ চমক ছিল, তেমনিভাবে এ ছবির চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট, চিত্রগ্রহণ, সম্পাদনা, সাউন্ড এফেক্ট, এ্যাকশন স্ট্যান্ট দৃশ্যগুলো দর্শকদের প্রচ-ভাবে আকৃষ্ট করে। আধুনিক সময়ের জমজমাট রোমান্টিক এ্যাকশন ছবিকে টেক্কা দিয়ে দীর্ঘদিন বক্স অফিসে দাপটের সঙ্গে রাজত্ব করেছে বাহুবলী। এ ছবির দুর্দান্ত সাফল্য নিয়ে যেমন উচ্ছ্বাস রয়েছে তেমনি এর বিপক্ষেও সমালোচনা রয়েছে প্রচুর। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের বক্স অফিস কাঁপানো ছবি ‘বাহুবলী’ বেশ কয়েকটি বিশ্বখ্যাত সিনেমা থেকে নকল করা হয়েছে। গত ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ভারতের ঐতিহাসিক সিনেমা ‘বাহুবলী : দ্য বিগেনিং।’ একটি কাহিনীকে দুই পর্বে পরিবেশনের পরিকল্পনা করেছিলেন নির্মাতা এসএস রাজামৌলি। প্রথম পর্বের মুক্তির পর দর্শকদের মধ্যে আগ্রহ, কৌতূহল আরও বেড়ে গিয়েছিল দ্বিতীয় পর্বটির জন্য। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটির দ্বিতীয় পর্ব ‘বাহুবলী : দ্য কনক্লশন ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে ‘বাহুবলী’। দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রথম পর্বটিতে ছবির কাহিনী শেষ হয়ে যায়নি। কাহিনীর বাকিটুকু জানতে হবে ‘বাহুবলী টু’ থেকে। ভারতের সর্বকালের ব্যয়বহুল ছবি ‘বাহুবলী’ নিয়ে এক ধরনের উন্মাদনার সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে। এই মহাকাব্যিক এ্যাকশন ডামাকে অনেকেই বলছেন হলিউডি মিথোলজিক্যাল ছবির বলিউডি জবাব হিসেবে। হলিউডের পৌরাণিক এ্যাকশন ছবিগুলোর ভঙ্গিমাতেই রাজামৌলি তৈরি করেছেন ‘বাহুবলী’। পরিচালক বয়সে তরুণ হলেও অনেক উচ্চাভিলাষীও বটে। স্পেশাল এফেক্টের মারকাট ব্যবহার এটাই প্রথম নয় তার। ২০০৯ সালের ‘মাগাধিরা’ ছবিতে দেখা গিয়েছিল। ‘মাগাধিরা’ ছবির মাধ্যমে হাত পাকিয়ে নিয়েছিলেন পরিচালক রাজামৌলি। দর্শককে চমকে দেবে, কল্পনাকেও ছাড়িয়ে যাবে এমন কিছু দেখাতেই তৈরি করা হয়েছে ‘ বাহুবলী’র দুটি পর্বই। ‘বাহুবলী’র কাহিনীতে ভারতীয় পুরাণের বিশাল প্রভাব রয়েছে স্বাভাবিকভাবেই। কস্টিউম থেকে ক্যারেক্টার সবকিছুতেই রয়েছে মহাভারতের ছায়া একজন ন্যায়নিষ্ঠ রাজাকে নিয়ে এগিয়েছে ছবির কাহিনী, যে চরিত্রে অভিনয় করেছেন। দক্ষিণী অভিনেতা প্রভাস। জন্মের পর পরই তার ওপরে নেমে আসে মৃত্যুর হুমকি। তখন তাকে বাঁচানোর জন্য জীবন দেয় এক নারী। তবে মৃত্যুর আগে তরুণ রাজাকে ঠিকই একটি পরিবারের হাতে তুলে দিয়ে যায় সে। সেখানেই বেড়ে উঠতে থাকে তরুণ রাজা। বড় হওয়ার পর এক সময় সে অনুভব করে পাহারের অন্য প্রান্তে তার জন্য অপেক্ষা করে আছে বহু কিছু। সে বুঝতে পারে তার বেঁচে থাকার কারণ অনেক বড়, তার অস্তিত্ব এমনকি তার জীবনের চেয়েও। এখান থেকেই ‘বাহুবলীর’ গল্প শুরু। মজার বিষয় হলো, তিন ঘণ্টার এই দীর্ঘ ছবি ‘বাহুবলী দ্য বিগেনিং’-এর মাধ্যমে গল্পের সমাপ্তি ঘটেনি। এটা হলো শুরু। ছবির ট্যাগলাইন দেখেই এটা বুঝতে পারেন সবাই।’ বাহুবলী : দ্য কনক্লুশন’-এ গল্পের পরিসমাপ্তি ঘটবে। ছবির কাহিনীতে মৌলিকত্বের অভাব খানিকটা দেখা গেলেও তা আড়ালে চলে গেছে পরিচালক এসএস রাজামৌলির মুন্সিয়ানায়। তার দূরদৃষ্টি এবং সেলুলয়েডে এর প্রয়োগ, দুটোরই প্রশংসা করতে হয়। ছবির নায়ক-নায়িকা সবাই দক্ষিণী চিত্রলোকের সুপারস্টার। তবে এই ছবির আসল তারকা কিন্তু পরিচালক রাজামৌলি। এ্যাকশন, কোরিওগ্রাফি, সেট, ডিজাইনিং, লোকেশন, চরিত্রচিত্রন, এ্যাকশন দৃশ্যের চমৎকারিত্ব-সবকিছুতে দুর্দান্ত স্পেশাল ইফেক্টের ব্যবহারের মাধ্যমে চিত্রায়ন, রাজামৌলি নিজ হাতে গড়েছেন ছবিটিতে ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগুবাতি আনুস্ব শেঠি, তামান্না ভাটিয়া, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজ, নামের চরণদীপ প্রমুখ। আইম্যাক্স ফরম্যাটে উন্নত আধুনিক প্রযুক্তির নানা চমক নিয়ে আসছে ছবিটি মুক্তির আগেই ছবিটি ইতোমধ্যে ৫ বিলিয়ন রুপী ব্যবসা করেছে স্যাটেলাইট স্বত্ব বিক্রির সুবাদে প্রথম পর্বে দেখা গিয়েছিল কাটাপ্পা বাহুবলীকে হত্যা করে। এবার বাহুবলী টু-তে জবাব মিলবে কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল। যে উত্তরের আশায় দর্শক প্রায় দুই বছর ধরে অপেক্ষা করছেন। সম্প্রতি এক প্রচারণা অনুষ্ঠানে কাটাপ্পা চরিত্রে রূপদানকারী অভিনেতা সত্যরাজ কৌতুকছলে বলেন, ‘বাহুবলী ছবির প্রযোজক আমাকে অনেক টাকা দিয়েছিলেন বাহুবলীকে হত্যা করার জন্য, তাই আমি মেরেছিলাম তাকে? প্রথম পর্বে বাহুবলীকে কাটাপ্পার মেরে ফেলার দৃশ্যটি দর্শকদের মধ্যে এতটা সাড়া জাগাবে আগে কেউ কল্পনা করতে পারেননি। পরিচালক রাজামৌলি এ প্রসঙ্গে বলেন, বাহুবলীর প্রথম কিস্তিতে ছবির শেষে একটা টুইস্ট আনতেই কাটাপ্পার হাতে বাহুবলীর হত্যার দৃশ্যটি রেখেছিলাম। ভেবেছিলাম, এটা দর্শকদের কিছুটা হলেও চমকে দেবে তবে এতটা তোলপাড় সৃষ্টি করবে সেটা ভাবিনি। আলোড়ন সৃষ্টির পরই ছবিটির নির্মাতাগোষ্ঠী ‘বাহুবলী’র সিক্যুয়াল নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়েন। ‘বাহুলী টু : দ্য কনক্লুশন’ ছবিতে আগের পর্বের চেয়েও আরও অনেক বেশি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। দর্শক ছবিটি দেখে যাতে কোনভাবেই না ঠকেন তার সব ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা যায়, ‘বাহুবলী : দ্য বিগেনিং’-এর চেয়ে আরও অনেক বেশি সাফল্যের নতুন চমক দেখাবে ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’। সবাই এখন অধীরভাবে অপেক্ষা করছেন ঐতিহাসিক পৌরাণিক কাহিনীর জমজমাট আয়োজনের এই কস্ট্যুম ড্রামা মুভিটির জন্য।
×