ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবারও সবচেয়ে দামী কাকা

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ এপ্রিল ২০১৭

এবারও সবচেয়ে দামী কাকা

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও মেজর লীগ সকারে (এমএলএস) সবচেয়ে দামী ফুটবলার হলেন ওরল্যান্ডোর ব্রাজিলিয়ান তারকা কাকা। এই নিয়ে টানা তিনবার এমএলএস-এ সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের তকমাটা গায়ে মাখলেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই তা জানালো লীগ কর্তৃপক্ষ। ৭.১৬৮ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকার শীর্ষে উঠে এলেন গত সপ্তাহেই পঁয়ত্রিশে পা রাখা রিকার্ডো কাকা। মেজর লীগ সকারে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ দশে বিদেশী ফুটবলারদেরই জয়জয়কার। যেখানে ৭.১১৬ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টরেন্টোর ইতালিয়ান তারকা সেবাস্তিয়ান জিওভিঙ্কো। এই তালিকার তিনে রয়েছেন তারই ক্লাব সতীর্থ মাইকেল ব্র্যাডলি। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়কের পারিশ্রমিক হলো ৬.৫ মিলিয়ন ডলার। মেজর লীগ সকারে সবচেয়ে দামী ফুটবলারের তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে আন্দ্রে পিরলো এবং ডেভিড ভিয়া। সাবেক ইতালিয়ান তারকা পিরলোর আয় ৫.৯১৫ মিলিয়ন ডলার আর স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়ার ৫.৬১ মিলিয়ন ডলার। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নতুন করে মেজর সকার লীগে ঠিকানা গড়েছেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার। সর্বোচ্চ উপার্জনকারী মেজর লীগের ফুটবলারদের মধ্যে তার অবস্থান সপ্তম। জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকার বার্ষিক আয় ৫.৪ মিলিয়ন ডলার বলে নিশ্চিত করা হয়েছে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় বিলম্বের কারণ স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার (২৫ এপ্রিল) ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলোর দল ঘোষণার শেষ সময়। কিন্তু আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সঙ্গে আর্থিক দ্বন্দ্বের কারণে বুধবার এ রিপোর্ট লেখার সময়েও দল দেয়নি অন্যতম প্রভাবশালী দেশ ভারত। আইসিসির সঙ্গে অর্থ ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) ঝামেলা চলে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকিও দিয়েছে তারা। নির্ধারিত সময়ের শেষ দিনে দল ঘোষণা না করে বিসিসিআই সে পথেই হাঁটছে কি না এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ওদিকে তিনদিনব্যাপী আইসিসির সভা আজ শেষ হবে। স্থানীয় সংবাদ মাধ্যমের ইঙ্গিত, টুর্নামেন্ট বয়কটের মতো ‘হার্ড লাইন’ অবস্থানে না থাকলেও আইসিসির ওপর চাপ সৃষ্টির জন্যই নির্ধারিত সময়ে দল দেয়নি ভারত। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে কে কে খেলবে, এটা সবাই জানে। দল ঘোষণাটা আসলে একটা আনুষ্ঠানিকতা। ব্যাপারটি নিয়ে আমাদের কোন তাড়া নেই। আমরা যদি মে মাসের ৫ তারিখের পরেও দল ঘোষণা করি তাতে সমস্যা কোথায়। আইসিসি কি ভারতকে এই টুর্নামেন্টে অংশ নিতে দেবে না।’ আগামী ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম আট জাতির এই ওয়ানডে টুর্নামেন্ট।
×