ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারও আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ এপ্রিল ২০১৭

আবারও আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্র্টার ॥ আবারও আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছার কথা জানালেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এক সাক্ষাতকারে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজ দেশের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি আর্জেন্টিনার কোচ পদ থেকে এডগার্ডো বাউজা বরখাস্ত হওয়ার পর নতুন কোচ নিয়ে আলোচনা চলছে। এমন অবস্থায় বর্তমানে সেভিয়া কোচ জর্জ সাম্পাওলির কথাই বেশি শোনা যাচ্ছে। কিন্তু ম্যারাডোনা সাম্পাওলির সমালোচনা করে নিজেই কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সাম্পাওলির সঙ্গে পাকা কথা নাকি হয়ে গেছে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশনের (এএফএ)। আর এখানেই আপত্তি ফুটবল ঈশ্বর ম্যারাডোনার। আর্জেন্টিনার জন্য সাম্পাওলি খুব একটা ভাল পছন্দ নয় বলেই মনে করছেন তিনি। শেষ পর্যন্ত যদি সাম্পাওলিই আর্জেন্টিনার কোচ হন, সেটা বাজে হবে বলে মনে করেন সর্বকালের অন্যতম সেরা তারকা। ম্যারাডোনা বলেন, আমি নিশ্চিত না এটা ভাল পছন্দ কি না। সাম্পাওলির জন্য এত প্রশংসা বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। আর্জেন্টিনা দলটা নতুন করে গড়ার কথা বলা হচ্ছে। কিন্তু সাম্পাওলি কি এরজন্য সঠিক মানুষ? ওর কি আমাদের দলের খেলোয়াড়দের সঙ্গে ও রকম কোন বন্ধন আছে? এরপর নিজের গুণকীর্তন করে ম্যারাডোনা বলেন, আমি একজন আর্জেন্টাইন এবং আর্জেন্টাইন হিসেবেই মরব। আমি বলছি না যে আমাকে কোচ করতে হবে। তবে আমার কোচিংয়ে ফেরার ইচ্ছে আছে। আমার ভেতরের কোচ সত্তা মরে যায়নি। মাঠের ঘ্রাণ এখনও আমার কাছে সুন্দরী নারীর ঘ্রাণের মতোই আকর্ষণীয়। ম্যারাডোনা ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল আর্জেন্টিনা। বার্সিলোনা স্কুল ফুটবল দল আনতে উদ্যোগ স্পোর্টস রিপোর্টার ॥ এফসি বার্সিলোনার ফুটবল স্কুল আসছে বাংলাদেশে। অন্তত আলোচনা শুরু হয়েছে এ ব্যাপারে। স্বল্প পরিসরের একাডেমিতে গড়ে তোলা হবে ভবিষ্যতের ফুটবলার। এমন প্রস্তাবের বিষয়ে আলোচনা চলছে দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হকের সঙ্গে। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজন আর্থিক ও অবকাঠামোগত নিশ্চয়তা। স্পেনের লা মাসিয়া একাডেমি। ফুটবলার গড়ার কারখানা। যেখান থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজরা। বছরের পর বছর এই একাডেমির মাধ্যমে বিশ্বসেরা সব ফুটবলার উপহার দিচ্ছে কাতালুনিয়ার ক্লাবটি। তবে শুধু আবাসিক নয়, ভবিষ্যতের ফুটবলার গড়তে অনাবাসিক একাডেমির ব্যবস্থাও রয়েছে ক্লাবটির। এফসিবি এসকোলা, যার অর্থ এফসি বার্সিলোনা স্কুল অব সকার। যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ফুটবল দীক্ষা নিতে পারবে শিশু-কিশোররা। সারাবিশ্বে এমন স্কুল রয়েছে ৩৩টি। দক্ষিণ এশিয়ায় শুধু ভারতের মুম্বাইয়ে আছে এমন স্কুল। আর সেই স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠার ব্যাপারে ক্লাবটির সঙ্গে আলোচনা চলছে। এর আগে এমন আলোচনা হয়েছিল আর্সেনালের সঙ্গে। কিন্তু আর্থিক অনিশ্চয়তায় তা বেশিদূর এগোয়নি। তবে এফসিবি এসকোলার জন্য বড় অবকাঠামোর প্রয়োজন নেই। প্রতি ১২ ছাত্রের জন্য বার্সিলোনা থেকে আসবে একজন করে কোচ। আর তাদের নিয়ন্ত্রণ করবেন একজন স্প্যানিশ টেকনিক্যাল ডিরেক্টর। তবে স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে প্রয়োজন পৃষ্ঠপোষক।
×