ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে চীন সফর শেষ কৃষ্ণা-স্বপ্নাদের

প্রকাশিত: ০৬:৪৪, ২৭ এপ্রিল ২০১৭

জয় দিয়ে চীন সফর শেষ কৃষ্ণা-স্বপ্নাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘শেষ ভাল যার, সব ভাল তার’। বাংলাদেশ অনুর্ধ-১৬ দলের বেলাতেও তাই হলো। চীন সফরে নিজেদের শেষ ম্যাচে বুধবার চীন অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল দলকে ৩-১ গোলের ব্যবধানে হারায়। এই সফরে বাংলাদেশের মেয়েরা পাঁচটি ম্যাচ খেলে। তিনটিতে জেতে, একটি ড্র করে এবং একটি হারে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। তিনটি ম্যাচ খেলে চীন অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে। এই তিন ম্যাচের প্রথমটিতে হেরে যায় (০-১) স্বপ্নারা। পরের ম্যাচে ড্র (০-০) করে। আর শেষ ম্যাচে ৩-১ ব্যবধানে জয় কুড়িয়ে নেয়। সাংসির প্রাদেশিক অনুর্ধ-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ গোলে জেতে। আর দ্বিতীয় ম্যাচে জেতে ৩-০ গোলে। বুধবার সাংসি প্রদেশের জিয়ানের অলিম্পিক স্পোর্টস ভিলেজ মাঠে ম্যাচের ৮ মিনিটেই সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা (১-০)। ২৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নেয় আবারও (২-০)। ৮৭ মিনিটে লেফট উইঙ্গার মনিকা চাকমা গোল করে ব্যবধান আরও বাড়ায় (৩-০)। ম্যাচের অন্তিম মুহূর্তে চীনের লিউ গোল করে ব্যবধান কমায় (১-৩)। ম্যাচে উভয় দলের বলের দখল প্রায় সমান ছিল। উভয় দল অফ এবং অন টার্গেটে ১০টি করে শট নেয়। বাংলাদেশ ৬টি কর্নার পায়। পক্ষান্তরে চীন পায় ৩টি কর্নার। আজ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে কৃষ্ণারা। মূলত আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।
×