ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যান-নারাইনে অবাক ক্যালিস

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ এপ্রিল ২০১৭

ব্যাটসম্যান-নারাইনে অবাক ক্যালিস

স্পোর্টস রিপোর্টার ॥ সুনীল নারাইন মূলত ডানহাতি অফস্পিন বোলার। তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তার অন্য রূপও দেখা যাচ্ছে। ব্যাট হাতে কলকাতা নাইটরাইডার্সের (কেকেআর) হয়ে ওপেনিং করছেন এবং সফলও হচ্ছেন। যা দেখে অবাক খোদ কেকেআর কোচিং স্টাফের অন্যতম তারকা জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান গ্রেট অলরাউন্ডার বলেন, ‘সুনীল নারাইনের কথা আলাদা করে বলতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ের বিষয়ে। ওপেন করতে নেমে দুর্দান্ত খেলছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৮ বলে ৩৭, গুজরাট লায়ন্সের বিপক্ষে ১৭ বলে ৪২-এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ১৭ বলে ৩৪। অথচ বেঙ্গালুরু-কেকেআর ম্যাচে দু’দলের কোন ব্যাটসম্যানই রান পাননি। বিরাট কোহলি, ক্রিস গেইল, গৌতম গাম্ভীর আর এবি ডি ভিলিয়ার্সও না।’ ক্যালিস ইডেন গার্ডেন্সে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটার কথা বিশেষভাবে উল্লেখ করেন। সেদিন ১৩১ রানে অলআউট হয় কলকাতা। ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ নারাইনের। জবাবে ৪৯ রানে অলআউট কোহলির বেঙ্গালুরু হারে লজ্জাজনকভাবে। কোন ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সেখানে নারাইনের এমন ব্যাটিং, সত্যি অবিশ্বাস্য। ক্যালিস আরও বলেন, ‘তবে নারাইন যে ব্যাটসম্যান হিসেবে খারাপ নয়, তার ইঙ্গিত কিন্তু আগেই পাওয়া গিয়েছিল। পাকিস্তান সুপার লীগে প্রচুর ছক্কা মেরে এসেছে। বিগ ব্যাশেও ওপেন করেছে। এখানে সুযোগটা পেয়ে সেটিকে দুর্দান্ত কাজে লাগাচ্ছে। তবে এটা ঠিক, ব্যাটিংয়ে ওর এই ধারাবাহিকতাই আমাকে বেশি অবাক করছে। এটা রূপকথার মতো যা ক্রিকেট মাঝে মাঝেই উপহার দেয়।’ সর্বোপরি ক্যালিস আরও বলেন, ‘নারাইনের ক্রিকেট ক্যারিয়ারই সঙ্কটে পড়ে গিয়েছিল। বোলিং এ্যাকশন বদলাতে হয়েছে। সেই সঙ্কট থেকে যে বেরিয়ে আসার মতো মানসিক শক্তি যে দেখাতে পেরেছে তার কাছে ওপেন করতে নামা কি আর এমন বড় চ্যালেঞ্জ।’ আসরে কেকেআরের পারফর্মেন্সেও খুশি জ্যাক ক্যালিস।
×