ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পন্সর প্রতিষ্ঠানের ঘোষণাÑ কোন দল টানা তিনবার চ্যাম্পিয়ন হলে চিরতরে পাবে স্বর্ণের ট্রফি

রেকর্ড দলের অংশগ্রহণে জাতীয় হকি গোল্ডকাপ শুরু আজ

প্রকাশিত: ০৬:৪১, ২৭ এপ্রিল ২০১৭

রেকর্ড দলের অংশগ্রহণে জাতীয় হকি গোল্ডকাপ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ^কাপ ফুটবলের বর্তমান নাম ফিফা বিশ^কাপ হলেও আগে ছিল অন্য নাম। জুলেরিমে বিশ^কাপ। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া বিশ^কাপের সময় নিয়ম ছিল যে দেশ সবার আগে তিনবার চ্যাম্পিয়ন হবে, সেই দেশকে চিরতরে দিয়ে দেয়া হবে ওই জুলেরিমে ট্রফি। ইতালি এবং উরুগুয়ে দু’বার করে ট্রফি জেতায় তাদের মধ্যে যে কেউ এই ট্রফি নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলবে এমনটাই মনে হয়েছিল। কিন্তু তাদের টেক্কা দিয়ে ব্রাজিল তিনবার শিরোপা জিতে ট্রফিটির স্থায়ী মালিক বনে যায় ১৯৭০ সালে। এই ট্রফি বিতরণের কাহিনী হয়তো উদ্বুদ্ধ করে থাকবে জাতীয় হকি গোল্ডকাপের পৃষ্ঠপোষক এটিএন বাংলাকে। সেটাই তারা একটু অন্যভাবে উপস্থাপন করল বুধবার। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ঘোষণা করেÑ অংশগ্রহণকারী যে দল এই আসরে টানা তিনবার শিরোপা জিতবে, তাদের এই ট্রফিটা চিরতরে দিয়ে দেয়া হবে। বিভাগ, জেলা, সার্ভিসেস দল, শিক্ষা বোর্ড ও বিকেএসপিসহ মোট ৩২টি দল নিয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াচ্ছে ‘এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপ’। উদ্বোধনী দিনে মোট চারটি খেলা অনুষ্ঠিত হবে। এদিন সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিতব্য খেলায় মেহেরপুর জেলার মুখোমুখি হবে নড়াইল। বেলা সোয়া ১১টায় পটুয়াখালীর বিপক্ষে মাঠে নামবে খুলনা। দুপুর ২টায় বাংলাদেশ বিমানবাহিনী রাজশাহী বিভাগের ও বিকেল ৪টায় বাংলাদেশ নৌবাহিনী খেলবে গাজীপুর জেলার বিপক্ষে। জাতীয় হকির এটা হবে ৩১তম আসর। বাহফের দেয়া তথ্য অনুযায়ী এ আসরের রোল অব অনার ঘেঁটে দেখা গেছে এর আগে দুটি দল একাধিকবারই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তখন তো এটিএন বাংলা ওই টুর্নামেন্টগুলোর পৃষ্ঠপোষকতা করেনি। তারা এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো স্পন্সর করছে টুর্নামেন্টটির। প্রথমবার করেছিল ২০১৫ সালে। ২০১৬ সালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া এ আসরে সবচেয়ে সফল দল বাংলাদেশ সেনাবাহিনী। তারা সর্বাধিক ১৩ বার শিরোপা জিতেছে। ১৯৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৮ সালে (১৯৮৭ সালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি) টানা সাতবার (ডাবল হ্যাটট্রিক) চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বিতীয় সফল দল ঢাকা জেলা। তারা চ্যাম্পিয়ন হয়েছে নয়বার। এর মধ্যে টানা চারবার জেতে তারা (১৯৯৭, ৯৮, ৯৯ এবং ২০০২; ২০০০ এবং ২০০১ সালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি)। তবে টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়ন কিন্তু সেনাবাহিনী বা ঢাকার কেউই নয়, ফরিদপুর জেলা। তারা এ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তিনবার (১৯৭৬, ২০০৭ এবং ২০১৫)। সফল এই তিনটি দল এবারের আসরেও অংশ নিচ্ছে। তাদের সঙ্গে আছে হকির নতুন শক্তি বাংলাদেশ নৌবাহিনীও, যে দলে আছেন জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই। এবারই সবচেয়ে বেশি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ৩২টি দল। ৮টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ আটটি দল নিয়ে শুরু হবে নকআউট পর্বের খেলা। প্রতি গ্রুপের শীর্ষদল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে চারটি দল সেমিফাইনাল ও পরবর্তীতে দুটি দল ফাইনাল খেলবে। ১৮ মে হবে ফাইনাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও নকআউট পর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। দুটি করে গ্রুপ ঢাকায় এসে খেলে যাবে। এভাবে পর্যায়ক্রমে সবগুলো গ্রুপ খেলবে। সেখান থেকে গ্রুপ সেরাদের নিয়ে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। দলগুলোর থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা করবে বাহফে। নকআউট পর্বে কোন দল চাইলে অন্য জেলাগুলো থেকে সর্বোচ্চ চার খেলোয়াড় ধারে নিয়ে খেলতে পারবে। অতিথি খেলোয়াড়রা একটি দলের সঙ্গে অন্তর্ভুক্ত হলে কোনভাবেই পরবর্তীতে অন্য দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। বাহিনীতে যারা চুক্তিবদ্ধ খেলোয়াড় রয়েছেন তাদের ২০১৮ পর্যন্ত ওই বাহিনীর হয়েই খেলতে হবে। এক্ষেত্রে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনাদির কাগজপত্র বাহফে টুর্নামেন্ট কমিটির কাছে দাখিল করতে হবে। এ আসরে অনুসন্ধানী চোখ রাখবে সিলেকশন কমিটি। কারও নজরকাড়া পারফর্মেন্স থাকলে জাতীয় দলেও সুযোগ হয়ে যেতে পারে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এক লাখ, রানার্সআপ দল ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী দল ২০ হাজার টাকা করে প্রাইজমানি পাবে। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় পাবেন ১০ হাজার টাকা করে। বুধবার বাহফের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘এই প্রতিযোগিতায় দেখা যায় ঢাকার একটি দলের বিপক্ষে জেলা পর্যায়ের একটি দল অনেক গোলের ব্যবধানে হেরে যায়। এক্ষেত্রে আমরা আগামী বছর থেকে চেষ্টা করব বিভাগীয় পর্যায় থেকে বাছাইপর্ব করে সেরা দলগুলোকে ঢাকায় এনে খেলানোর। যাতে খেলার মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাও বৃদ্ধি পায়।’ এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) কর্নেল (অবঃ) মীর মোতাহার হাসান বলেন, ‘কোন দল যদি তিনবার চ্যাম্পিয়ন হয় তাহলে তাকে গোল্ডকাপের ট্রফি চিরতরে দিয়ে দেয়া হবে। এই টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা। এবারও যদি তারা চ্যাম্পিয়ন হয় তাহলে গোল্ডকাপ পাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে যাবে। পরেরবার হতে পারলে তারা গোল্ডকাপের ট্রফি নিয়ে ঘরে ফিরবে। ট্রফিতে ১০ ভরির মতো স্বর্ণ রয়েছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাহফের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মাহবুব এহসান রানা।
×