ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিব-মুস্তাফিজ ছাড়াই ইংল্যান্ড গেল মাশরাফিবাহিনী

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ এপ্রিল ২০১৭

সাকিব-মুস্তাফিজ ছাড়াই ইংল্যান্ড গেল মাশরাফিবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে খেলার জন্য দলের সঙ্গে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তা আগেই জানা ছিল। তবে একটা সম্ভাবনা ছিল বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ফিরে দলের সঙ্গে সাসেক্স যাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু মুস্তাফিজও দলের সঙ্গে সাসেক্স যাননি। এ দুইজনকে ছাড়াই বুধবার গভীর রাতে সাসেক্সে উড়াল দিয়েছে মাশরাফিবাহিনী। সাকিব ও মুস্তাফিজ ৪ অথবা ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন। শুরুতে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে মাশরাফিরা। সাসেক্সে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১ মে ডিউক অব নোরফলকের বিপক্ষে এবং ৫ মে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে চলে যাবে দল। সেখানে গিয়ে তিনজাতি সিরিজ খেলবে। আয়ারল্যান্ডে ৭ মে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড খেলবে। ১২ ও ১৯ মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে শুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আপাতত এ সূচী। যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছে দলের ক্রিকেটাররা। মঙ্গলবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি, শুরুর দিকে ভাল করতে পারি, তাহলে বলা যায় না, অনেক কিছুই হতে পারে। তবে আমরা এমন একটা গ্রুপে, যেখান থেকে আসলেই আগে বলা যায় না, আমরা কতদূর যাব বা কি করব।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার বাংলাদেশের যে কোন অর্জনই বড় প্রাপ্তি হবে বলে মনে করছেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। তিনি ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত নই। অবশ্যই চ্যালেঞ্জের সামনে পড়তে হবে আমাদের। তার ওপর আমরা বিশ্বের তিন সেরা দলের মুখোমুখি হচ্ছি। তাদের বিপক্ষে খেলার আগে আমি কোন ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে এতটুকু বলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে কোন অর্জনই হবে বড় প্রাপ্তি।’ গত দুই বছর ধরেই ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে বাংলাদেশ দল। রঙিন জার্সিতে তাদের সাফল্য ছিল ঈর্ষণীয়। তাইতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজ পেছনে পড়ে গেছে। আর বাংলাদেশ ওয়ানডেতে ধারাবাহিক সাফল্য দেখিয়ে সেরা আটদলের মধ্যে সাত নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অবশ্য শক্তিশালী। তিন প্রতিপক্ষের একটি স্বাগতিক ইংল্যান্ড, দ্বিতীয়টি অস্ট্রেলিয়া ও তৃতীয় দলটি হচ্ছে নিউজিল্যান্ড। এ দলগুলোর বিপক্ষে জেতা কঠিনই। তবে অতীত ইতিহাস আবার সুখস্মৃতিই দিচ্ছে। তাই সম্ভবও। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছেন হাতুরাসিংহে, ‘সাসেক্স ক্যাম্পের পুরোটা জুড়ে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই প্রাধান্য থাকবে। সামর্থ্য ও দক্ষতার ওপর ভিত্তি করে আমরা আমাদের সেরা পরিকল্পনা করব।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবেই দেখছেন হাতুরাসিংহে। বলেছেন, ‘আয়ারল্যান্ডে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। সেই সঙ্গে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আমাদের অবস্থানের উন্নতি করতে চাই। হ্যাঁ এটা বড় চ্যালেঞ্জ, খুব সহজ হবে না। যতটা সম্ভব ভালভাবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হতে চাই।’ প্রস্তুত হতেই সাসেক্সে গেল মাশরাফিবাহিনী।
×