ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বম্ব শেল্টার কেনা বেচার হিড়িক

প্রকাশিত: ০৬:০৩, ২৭ এপ্রিল ২০১৭

বম্ব শেল্টার কেনা বেচার হিড়িক

যুক্তরাষ্ট্রের পর এবার জাপানেও এখন বম্ব শেল্টার বা পারমাণবিক বোমা থেকে রক্ষাকারী বাঙ্কারের বিক্রি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের কোরীয় উপদ্বীপ অভিমুখে যাত্রা এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে উত্তর কোরিয়ার হুমকির মাত্রা বাড়ার পর পারমাণবিক বোমা থেকে বাঁচার জন্য এই নিরাপদ আশ্রয় বা বাঙ্কারের বেচাবিক্রি বেড়ে গেছে। একই অবস্থা চলছে অবশ্য যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং জর্জিয়া অঙ্গরাজ্যেও। এসব বাঙ্কার বা বম্ব শেল্টার এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে বাতাসে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা এবং রাসায়নিক পদার্থ থেকে তা মুক্ত থাকবে। বিক্রেতারা বলেছেন, বম্ব শেল্টার আরও আগে থেকে বিক্রি শুরু হয়েছিল। তবে তখন তেমন চাহিদা ছিল না। কিন্তু কোরীয় উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দিতেই হু হু করে এর চাহিদা বেড়ে যেতে থাকে। সরবরাহকারীরা বলেছেন, তারা চাহিদা অনুপাতে এর জোগান দিয়ে কূল পাচ্ছেন না। জাপানের কোবের একটি কোম্পানির মুখপাত্র শোতা হায়াশি বলেন, ‘এক বছর আগেও এর তেমন কোন চাহিদা ছিল না। দিনে বড়জোর চার-পাঁচটি বম্ব শেল্টার বিক্রি হতো। এখন প্রতিদিনই বিক্রি হচ্ছে ৩০টিরও বেশি বম্ব শেল্টার। তিনি বলেন, বেশিরভাগ ক্রেতাই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বাড়িঘরের জন্যই এই সার্ভিস পেতে আগ্রহ দেখাচ্ছেন। আর প্রতিটি ইনস্টলের জন্য খরচ দিতে হচ্ছে আড়াই কোটি ইয়েন বা সাড়ে ২২ হাজার ইউএস ডলার। -দ্য ইনডিপেন্ডেন্ট অবলম্বনে
×