ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতে চসিক মেয়রের নির্দেশ

প্রকাশিত: ০৬:০২, ২৭ এপ্রিল ২০১৭

ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতে চসিক মেয়রের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অতিবৃষ্টি, ফ্লাইওভার নির্মাণ, ওয়াসা ও কর্ণফুলী গ্যাসের পাইপ লাইন স্থাপন এবং টিএ্যান্ডটির লাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত নগরীর সড়কগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, যেখানে খানা-খন্দক হবে সেখানেই মেরামত কাজ পরিচালিত হবে। মেয়র দরপত্রের মাধ্যমে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগ এবং স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে চলমান খাল ও নালা নর্দমা থেকে মাটি উত্তোলন কর্মসূচী দ্রুত বাস্তবায়ন, সিটি গবর্নেন্স প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে চলমান প্রকল্প বাস্তবায়নে তদারকি জোরদার করার আহ্বান জানান। বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চসিকের প্রকৌশল বিভাগের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। ১৩তম এ সমন্বয় সভায় চসিক প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মনিরুল হুদা, আবু ছালেহ, আনোয়ার হোছাইন, কামরুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। চসিক মেয়র চট্টগ্রাম, নগরীর পোর্ট কানেকটিং রোড ও আগ্রাবাদ এক্সেস রোডের উন্নয়ন কাজ আগামী ১ মাসের মধ্যে শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের ওয়ার্কঅর্ডার দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আগ্রাবাদ এক্সেস রোডের ২ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১২০ ফুট প্রস্থের উন্নয়ন কাজে ৫৩ কোটি টাকা এবং পোর্ট কানেকটিং রোডের দুই ধাপে ৪ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১২০ ফুট করে প্রস্থের উন্নয়ন কাজে ১০৪ কোটি টাকাসহ মোট ১৫৭ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়ছে। এ অর্থে অলংকার থেকে নিমতলা এবং বাদামতল থেকে বড়পোল পোর্ট কানেকটিং রোড পর্যন্ত উন্নয়ন করা হবে। তিনি অটোহান্টিং নম্বরে প্রাপ্ত সকল অভিযোগ দ্রুত সময়ে নিষ্পত্তি করা এবং অভিযোগকারীকে বিষয়টি অবহিত করার নির্দেশনা দেন। এছাড়া তিনি উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যালোচনা করে কম সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করার নির্দেশও দেন। নগরীর সার্বিক উন্নয়ন, বিউটিফিকেশন, আলোকায়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ার পেছনে প্রকৌশল বিভাগের গুরুত্ব ও কর্মক্ষমতা বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, প্রকৌশল বিভাগের সক্ষমতা ও সফলতার ওপর সিটি কর্পোরেশনের সাফল্য নির্ভর করে। বাস্তবতার নিরিখে দায়িত্ব নিয়ে সকলকে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং খাল-নালার প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৭১৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার কাজের টেন্ডার জরুরী ভিত্তিতে সম্পন্ন করা, জাইকা প্রকল্পসমূহের অনুকূলে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের কাজের অগ্রগতি পর্যালোচনা, প্রশাসনিক অনুমোদন নিয়ে জরুরী কাজ সম্পাদন, প্রয়োজনীয় আইটেমসমূহ মাসিক এবং ত্রৈমাসিক ভিত্তিতে ক্রয় করাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
×