ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গুলশান নর্থ এ্যাভিনিউয়ের ফুটপাথ দখলমুক্ত, নিউমার্কেটে অভিযান

প্রকাশিত: ০৬:০০, ২৭ এপ্রিল ২০১৭

গুলশান নর্থ এ্যাভিনিউয়ের ফুটপাথ দখলমুক্ত, নিউমার্কেটে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়া হাইকমিশনের সামনে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অপরদিকে ঢাকার নিউ মার্কেট এলাকার ফুটপাথ থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার সকালে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সামনে ডিএনসিসির প্রধান প্রকৌশলীর উপস্থিতিতে ও বেলা ১১টার সময় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকালে হাই কমিশনের সামনে গুলশান নর্থ এভিনিউয়ের পাশের ফুটপাথ থেকে অস্ট্রেলীয় হাই কমিশনের পক্ষ থেকে ডিএনসিসির সঙ্গে করা এক সমঝোতার ভিত্তিতে ৩৩টি কংক্রিটের প্লান্টার ব্লক অপসারণ করে সিটি কর্পোরেশনের কর্মীরা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ফুটপাথে হাঁটা নাগরিকদের অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে গুলশানের দূতাবাস এবং হাই কমিশনের সামনের ফুটপাথে এসব স্থাপনা থাকায় পথচারীদের হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। মেয়র আনিসুল হকসহ আমরা তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। আলোচনার ভিত্তিতেই এখন প্রতিবন্ধকতা সরিয়ে নেয়ায় লোকজন স্বচ্ছন্দে হাঁটতে পারবে। সমঝোতা অনুযায়ী হাই কমিশন কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আগামী ৭ মে হাই কমিশনের পেছনের ফুটপাথ এবং দক্ষিণ দিকের ফুটপাথ থেকে লোহার পোলসহ অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করবে। দক্ষিণ পাশের সড়কের প্রতিবন্ধকতা সরালে রাস্তাটি প্রায় ১০ ফুট প্রশস্ত হবে। উল্লেখ্য, গুলশান এলাকার ফুটপাথ দখলমুক্ত করতে হাইকোর্টের একটি নির্দেশনার পর গত ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান হাই কমিশনসহ ৮টি দূতাবাসকে ফুটপাথ থেকে নিরাপত্তামূলক কংক্রিট প্লান্টারসহ অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণের চিঠি পাঠায় ডিএনসিসি। ডিএনসিসির অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস ফুটপাথ থেকে প্লান্টার সরিয়ে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। কানাডা দূতাবাসও ফুটপাথ উন্মুক্ত করে। পর্যায়ক্রমে ইতালি, রাশিয়া, সৌদি আরব দূতাবাস এবং পাকিস্তান হাই কমিশনের সামনের ফুটপাথ থেকেও কংক্রিট প্লান্টার ব্লক অপসারণ করা হয়। নিউমার্কেট অপরদিকে, ঢাকার নিউমার্কেট এলাকার ফুটপাথ থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব এবং মামুন সরকারের নেতৃত্বে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটনা চলা এই অভিযানে অংশ নেন সিটি কর্পোরেশনের প্রায় অর্ধশত কর্মী। অভিযানে নিউমার্কেট এক নম্বর গেট থেকে শুরু করে ঢাকা কলেজের ফটক এবং ঢাকা কলেজের উল্টোপাশ থেকে শুরু করে নীলক্ষেত মোড় পর্যন্ত এলাকার ফুটপাথের অবৈধ দোকানপাট তুলে দেয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব সাংবাদিকদের বলেন, গুলিস্তানের ফুটপাথের মেেতাই নিউমার্কেট এলাকার ফুটপাথ দখলমুক্ত করা হবে। আমাদের নির্দেশনা অনুযায়ী যারা আগে মালামাল নেয়নি, তাদের মালামাল জব্দ করা হচ্ছে। ফুটপাথ দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে গুলিস্তানের মতো এখানে হকারদের বাধার মুখোমুখি হতে হয়নি। অধিকাংশ হকার তাদের জিনিসপত্র নিয়ে আগেই সরে গেছে। উচ্ছেদ অভিযানের বিষয়ে নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আহমেদ বলেন, মেয়র এবং স্থানীয় সাংসদের নির্দেশে এই অভিযান হচ্ছে। নিউমার্কেট, জিগাতলা, ধানম-ির কিছু অংশে হকার এবং ফুটপাথের অবৈধ স্থাপনা এই অভিযানে উচ্ছেদ করা হবে। উল্লেখ্য, গতবছর গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানের মধ্যে বিপণীবিতানের ব্যবসায়ী ও হকারদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। হকারদের বিক্ষোভের মধ্যেই কয়েক দফা অভিযান চালিয়ে হকারমুক্ত করা হয় গুলিস্তান।
×