ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসমে সংবর্ধিত কবি মুকুল রায়

প্রকাশিত: ০৪:৩২, ২৭ এপ্রিল ২০১৭

অসমে সংবর্ধিত কবি মুকুল রায়

সংস্কৃতি ডেস্ক ॥ অসম জয় করে ফিরলেন কবি ও সাহিত্যিক মুকুল রায়। সম্প্রতি অসম ভ্রমণ নিয়ে লেখা তার উপন্যাস ‘বাগেশ্বরী পাহাড়’-এর অসমিয়া ভাষায় প্রকাশনা উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়। ‘বাগেশ্বরী পাহাড়’ অসমিয়া ভাষায় ‘পাহাড়ি কন্যা বাগেশ্বরী’ নামে অনুবাদ করেন এবং এটির অসমিয়া ভাষার প্রকাশনা ও মোড়ক উন্মোচন উপলক্ষে কবিকে আমন্ত্রণ করেন। সেখানে কবিকে সস্ত্রীকসংবর্ধিত করা হয় এবং অসম ও মেঘালয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো হয়। এছাড়াও অসমিয়া টিভিতে সাংবাদিক চন্দনজ্যোতি কলিতার সঞ্চালনায় সঙ্গীতা বরুয়ার উপস্থিতিতে তার সম্মানে অসমিয়া কবিদের নিয়ে সস্ত্রীক এক সংবর্ধনা ও আলোচনার আয়োজন করা হয়। মুকুল রায়কে সংবর্ধনা প্রদান ছাড়াও অসমের বিভিন্ন সাহিত্য সংগঠন আলাদাভাবে সংবর্ধিত করে এবং পত্রিকায় তার সংবর্ধনার সচিত্র খবর প্রচার। মুকুল রায় বৃহত্তর রংপুরের লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের গোবিন্দপাড়ার সম্ভ্রান্ত গোবিন্দবাড়িতে জনগ্রহণ করেন। তার এই অসম ভ্রমণোপন্যাসটি ইংরাজীতে অনুবাদ হয়ে প্রকাশের অপেক্ষায় এবং হিন্দী ভাষায় অনুবাদ করার কাজ চলছে মর্মে খবর পাওয়া গেছে।
×