ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ঝড়ে বিদ্যুত বিচ্ছিন্ন ॥ পানি সঙ্কট

প্রকাশিত: ০৪:২৭, ২৭ এপ্রিল ২০১৭

রূপগঞ্জে ঝড়ে বিদ্যুত বিচ্ছিন্ন ॥ পানি সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৬ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা, পাড়াগাঁও, গোলাকান্দাইল, ভোলাব, দাউদপুরসহ আশপাশের এলাকাগুলোতে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙ্গে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ওই সব এলাকায় তীব্র পানির সঙ্কট দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ করে প্রচ- বেগে কালবৈশালী ঝড় উঠে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ল-ভ- করে দেয়। এলাকাবাসী জানান, ঝড়ের কারণে এলাকায় তীব্র পানির সঙ্কট দেখা দিয়েছে। আর এ জন্য এলাকার নারী-পুরুষরা স্থানীয় একটি পোশাক কারখানা থেকে পানি সংগ্রহ করছেন। সিরাজগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিহত তিন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সলঙ্গায় ট্রাক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতদের মধ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার পোত্তা গ্রামের শাহিন (৪০) ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার বিসিয়া গ্রামের বিপুল ম-লের (১৮) পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বুধবার সকালে একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই অপর আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়। আহতদের মধ্য থেকে একজন নিহত হয়। সাতক্ষীরায় দুই বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে দুটি অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি শাটার গান। আটককৃত বনদস্যুরা হলো- গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বনদস্যু বায়েজিদ হোসেন (৩৫) ও একই ইউনিয়নের চকবারা গ্রামের বনদস্যু মুকুল সরদার। পুলিশ জানায়, বনদস্যু বায়েজিদ হোসেনের নিজ বাড়ি থেকে সেসহ তার সহযোগী মুকুল সরদারকে আটক করা হয়।
×