ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অজ্ঞাত মৃত পাগলের পুঁটলিতে ৪৫ হাজার টাকা!

প্রকাশিত: ০৪:২৬, ২৭ এপ্রিল ২০১৭

অজ্ঞাত মৃত পাগলের পুঁটলিতে ৪৫ হাজার টাকা!

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জয়দেবপুর বাজার থেকে বুধবার মানসিক প্রতিবন্ধী (পাগল) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃত ওই ব্যক্তির পুটলি থেকে ৪৫ সহস্রাধিক টাকা পাওয়া যায়। তার নাম কাদির (৭০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানান, গাজীপুর শহরের জয়দেবপুর বাজার এলাকায় প্রায় ৩০ বছর আগে আব্দুল কাদির কাজের সন্ধানে আসে। গত ১০-১২ বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে সে ওই বাজার এলাকায় থাকত ও ছেঁড়া কাপড়-চোপড় পরে ঘোরাফেরা করত। সবাই তাকে কাদির পাগলা বলে চিনত। বাজারের ব্যবসায়ীরা তাকে খাওয়া-দাওয়া করাত ও সহযোগিতা করত। মঙ্গলবার রাত ১১টার পর সে জয়দেবপুর মধ্যবাজারের সিরাজ মিয়ার দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের সঙ্গে থাকা একাধিক পুটলি থেকে ভাঁজ করা ৪৫ হাজার ৭৪২ টাকা সুস্থ অবস্থায় (ব্যবহারযোগ্য) এবং বেশ কিছু ছেঁড়া ও ব্যবহার অনুপযোগী (বাতিল) বিভিন্ন মূল্যমানের নোট উদ্ধার করে। পরে ওই বাজারের ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে জানাজা শেষে তার লাশ বিকেলে গাজীপুর গোরস্তানে দাফন করা হয়। পার্বত্যাঞ্চলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালা উপজেলার তারাবুনিয়া এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ দিয়েছে সেনাবাহিনী। বুধবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান দীঘিনালায় উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা তারাবুনিয়া ও হাচিনসনপুর পরিদর্শন করেন ও তারাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদ টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ হাজার টাকা, এবং অন্যদের পাঁচ কেজি চাল, তেল, ডাল, খাবার স্যালাইন, চিড়া এবং গুড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
×