ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানের পরিচালক হলেন আলী আহসান বাবু

প্রকাশিত: ০৪:১৯, ২৭ এপ্রিল ২০১৭

বিমানের পরিচালক হলেন আলী আহসান বাবু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত পরিচালক (বিপণন ও বিক্রয়) মোঃ আলী আহসানকে (বাবু) পরিচালক পদে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। পরিচালক পদে পদোন্নতির পূর্বে তিনি জেনারেল ম্যানেজার কার্গো হিসেবে দায়িত্ব পালন করেন। আহসান বিমানে দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মার্কেটিং এ্যান্ড সেলস বিভাগের জেনারেল ম্যানেজার, ঢাকা এবং রিজিওন্যাল ম্যানেজার, দুবাই হিসেবেও দায়িত্ব পালন করেন। আলী আহসান আইডিয়াল হাইস্কুল এবং নটরডেম কলেজ হতে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) এবং প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। -বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার বিষয়ে জনতা ব্যাংকের ব্যাখ্যা জনতা ব্যাংক লিমিটেডে ‘এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগ প্রক্রিয়া সরাসরি ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় না। বিধি মোতাবেক বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন হয়ে থাকে। সে প্রেক্ষিতে বিএসসি ওই নিয়োগ কার্যক্রম সম্পাদনের (পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন) জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে নিয়োগ পরীক্ষা গ্রহণকারী সংস্থা-প্রতিষ্ঠান নির্বাচিত করে থাকে। নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে সকল প্রক্রিয়া পরিপালনের পর ব্যাংকার্স সিলেকশন কমিটি নির্বাচিত প্রার্থীদের তালিকা নিয়োগের জন্য চূড়ান্ত করে থাকে। আশা করি, এ ব্যাখ্যার পর জনতা ব্যাংক সম্পর্কে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর হবে। -বিজ্ঞপ্তি
×