ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে ভারতের পুঁজিবাজার

প্রকাশিত: ০৪:১৭, ২৭ এপ্রিল ২০১৭

সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে ভারতের পুঁজিবাজার

সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে ভারতের পুঁজিবাজার। দেশটির বোম্বে স্টক এক্সচেঞ্জে বুধবার প্রধান সূচক সেনসেক্স ৩০ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সূচকটি সর্বশেষ ৩০ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে। একই গতি পেয়েছে নিফটিও। সূচকটি এদিন সর্বশেষ ৯ হাজার ৩৩৬ পয়েন্টে লেনদেন করে। এ যাবতকালের জন্য এটিও সর্বোচ্চ অবস্থানে। লেনদেনের এক পর্যায়ে সূচকটি ৯ হাজার ৩৬২ পয়েন্ট পর্যন্ত উঠেছিল। টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমসসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, ভারতের প্রান্তিক মৌসুমে কোম্পানিগুলোর ইতিবাচক সাড়া, উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা ধীরে ধীরে কমে আসা ও ট্রাম্পের সম্ভাব্য ট্যাক্স সংস্কার ঘোষণা ইস্যুতে লেনদেনের শুরুতেই বাজার ছিল বাজিমাত। বিশ্লেষকরা বলছেন, আইটি, নির্মাণ ও ব্যাংকসহ সব খাতের শেয়ার এদিন ঘোড়ার দৌড়ের গতিতে ছুটেছে। কোম্পানিগুলো এদিন তাদের সামগ্রিক সফলতা দেখিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার আইটি কনসাল্টেন্টের ইপিএস বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসাল্টেন্টসের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। যা এর আগের বছর ছিল ৫০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ১৮ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×