ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ এপ্রিল ২০১৭

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

অনলাইন ডেস্ক ॥ কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। নাইরোবি ও কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মোমবাসার মাঝামাঝি একটি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আজ মঙ্গলবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘এটি ছিল খুবই ভয়াবহ একটি দুর্ঘটনা। এতে ২৬ জন নিহত হয়েছে। ’ পুলিশের অপর এক কর্মকর্তা জানান, মোমবাসার দিকে যাওয়া বাসটি বেশ কয়েকটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় এটি একটি তেলের ট্যাঙ্কারের সাথে ধাক্কা খাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, কেনিয়ার সড়ক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় দেশটিতে প্রতি বছর প্রায় তিন হাজার লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এ সংখ্যা প্রায় ১২ হাজার। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নাইরোবির প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়।
×