ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু ম্যাচ পরিত্যক্ত

প্রকাশিত: ০৯:০৩, ২৬ এপ্রিল ২০১৭

হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) মঙ্গলবার একমাত্র ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ব্যাঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে বৃষ্টির হানায় টসও হয়নি। বেশ কয়েক দফায় বৃষ্টি কিছু সময়ের জন্য থামলেও আবার শুরু হয়েছে। আম্পায়াররা অপেক্ষা করেছেন শেষ পর্যন্ত। রাত ১২টায় ছিল সর্বশেষ সময়। ওই সময় ম্যাচ শুরু হলেও ৫ ওভার করে খেলা হতো। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এর ফলে চলতি আইপিএলে প্রথম কোন ম্যাচ পরিত্যক্ত হলো। ম্যাচ পরিত্যক্ত হওয়াতে লাভটা হয়েছে বিরাট কোহলির দল ব্যাঙ্গালুরুর। পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল তারা মাত্র ৪ পয়েন্ট নিয়ে। এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়াতে এখন ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গুজরাট লায়ন্স ও দিল্লী ডেয়ার ডেভিলসকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠে এসেছে স্বাগতিক ব্যাঙ্গালুরু। তবে লাভ-ক্ষতি কোনটাই হয়নি হায়দরাবাদের। ৮ পয়েন্ট নিয়ে আগেই তিন নম্বরে ছিল বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানের দলটি। এবার আরেক পয়েন্ট পাওয়ায় ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটা আরও মজবুত করেছে তারা।
×