ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় ডাক্তার ও নার্সের মৃত্যু, গুরুতর একজন

প্রকাশিত: ০৮:২৮, ২৬ এপ্রিল ২০১৭

খাদ্যে বিষক্রিয়ায় ডাক্তার ও নার্সের মৃত্যু, গুরুতর একজন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মনিরুজ্জামান (৪৩) ও নার্স জোবেদা খাতুন (৩৬) চিকিৎসাধীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে মারা গেছেন। একই স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আলমগীর হোসেনের (৫০) অবস্থা শঙ্কটাপন্ন। তাকে শজিমেকের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়েছে। রাত সাড়ে দশটায় এই রিপোর্ট লেখার সময় শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক জানান, অফিস সহকারীকে বাঁচানোর জন্য সর্বক্ষণিক চিকিৎসা দিয়ে পরিচর্যা করা হচ্ছে। সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ওই চিকিৎসক, নার্স ও অফিস সহকারী হাসপাতালের এক কলিগের বাসায় নিমন্ত্রিত হয়ে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে রাতেই ডাক্তার ও নার্স মারা যান।
×