ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা এখন এ অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৮:২৮, ২৬ এপ্রিল ২০১৭

শেখ হাসিনা এখন এ অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা ॥ শ্রিংলা

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে দুদেশের জন্য সম্পর্কের নতুন মাইল ফলক উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, শেখ হাসিনা এখন আর কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তিনি এখন এ অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর ভারতীয় চ্যান্সারি ভবনে কয়েকজন গণমাধ্যম কর্মির সঙ্গে মত বিনিময় করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তৃতীয় কোনো নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে ভারতীয় এ কূটনীতিক জানান, শেখ হাসিনাকে অভিবাদন জানাতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও উচ্ছ্ব¡সিত। ক্ষমতাগ্রহণের পর এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে শুধুমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমকে বিমানবন্দরে স্বাগত জানান। ভারতের ৬৫ ভাগ লোক বাংলাদেশকে ভাল বন্ধু মনে করে জানিয়ে হাইকমিশনার শ্রিংলা বলেন, দুই দেশের মধ্যে মানুষে-মানুষে সম্পর্ক বেড়েছে। আর সেই সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই দেশের পররাষ্ট্র দপ্তর। দিল্লীর সাউথ ব্লকের সঙ্গে ঢাকার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ ভাল সম্পর্ক বিরাজ করছে বলেও মন্তব্য করেন এ কূটনীতিক।
×