ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’২১ সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশ ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৬, ২৬ এপ্রিল ২০১৭

’২১ সালের মধ্যে ফাইলেরিয়া মুক্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশ ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ইন্দোনেশিয়া সফররত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এর মধ্যে দেশের সব কয়টি জেলা থেকে এ রোগ নির্মূলে সক্ষম হবে সরকার। বাংলাদেশ ইতোমধ্যে লেপ্রোসি নির্মূলের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কালাজ্বর নির্মূলের ক্ষেত্রে দেশের ৯৮ শতাংশ অঞ্চলে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ট্রপিক্যাল রোগ নির্মূল : প্রতিশ্রুতি রক্ষা’ বিষয়ক বিশ^ স্বাস্থ্য সংস্থার সিয়ারো অঞ্চলের দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সহ-সভাপতির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এভাবে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিলা মোলয়েক এতে সভাপতিত্ব করেন। এর আগে বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং সম্মেলনের উদ্বোধন করেন। মঙ্গলবার পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে বাংলাদেশের গ্রাম পর্যায়ে মৌলিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায় পর্যন্ত জনগণের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণে বাংলাদেশের সাফল্যের চিত্র এ সময় তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ খাতে কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার জন্য বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
×