ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল দাবি

প্রকাশিত: ০৮:২৩, ২৬ এপ্রিল ২০১৭

জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরীক্ষায় অংশগ্রহণকারীরা। এ সময় তারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করে শাস্তির দাবি জানায়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা। তারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সামনে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ তুলে ধরেন। এছাড়াও তারা মুঠোফোনের প্রমাণগুলো উপস্থিত সাংবাদিকদের দেখান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ রকিবুল হাসান, জায়েদ ইমরুল মোজাক্কিন, রোকনুজ্জামান রাকিব প্রমুখ। উল্লেখ্য, গত ২১ এপ্রিল জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০ এপ্রিল রাতেই ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে।
×