ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিংবদন্তি জিমন্যাস্ট কোমানিচির ক্ষোভ

প্রকাশিত: ০৬:২৬, ২৬ এপ্রিল ২০১৭

কিংবদন্তি জিমন্যাস্ট কোমানিচির ক্ষোভ

স্পোর্টস রিপোর্টার ॥ বর্ণবাদী, যৌন উত্তেজক ও আক্রমণাত্মক কথা বলেছেন টেনিস কিংবদন্তি ইলি নাসতাসি। ফেডকাপে রোমানিয়া ও ব্রিটেনের মধ্যে চলমান ম্যাচের সময় তিনি এ ধরনের কথাগুলো বলে পুরো টেনিস বিশ্বকে বিস্মিত করে দিয়েছেন। আর এতে ক্ষুব্ধ হয়েছেন অন্য কিংবদন্তি ক্রীড়াবিদ এ্যাথলেটরা। কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমানিচি রোষে ফেটে পড়েছেন। কঠোর সমালোচনা করেছেন তিনি। অবশ্য ইতোমধ্যেই আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) নাসতাসিকে অশ্রাব্য কথা ও বাজে আচরণের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। রোমানিয়া টেনিস দলের অধিনায়ক হিসেবে এবার ফেডকাপে আছেন নাসতাসি। গত শুক্রবার তিনি বর্তমান বিশ্বের কিংবদন্তি হয়ে ওঠা এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের আগত সন্তানকে নিয়ে অসংলগ্ন মন্তব্য করেছিলেন। বর্ণবাদী বাক্যে নিন্দা জ্ঞাপন করেছিলেন। এরপর ২৩ বার গ্র্যান্ডসøাম জেতা সেরেনা প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ‘এটা আমাকে দারুণ কষ্ট দিয়েছে এবং হতাশ করেছে যে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ইলি নাসতাসির মতো মানুষও এ ধরনের বর্ণবাদী মন্তব্য আমার প্রতি ও আমার আগত সন্তানের প্রতি করতে পারে। এমনকি আমার অবস্থান নিয়ে এ ধরনের যৌন উত্তেজক মন্তব্যও দারুণ হতাশাজনক।’ ফেডকাপে ব্রিটিশ অধিনায়ক এ্যান কিওথাভোং সন্তান সম্ভবা। তাকে নিয়েও আজেবাজে কথা বলেন নাসতাসি। সেখানেই থামেননি। শনিবার ৭০ বছর বয়সী এ সাবেক বিশ্বসেরা ও দুইবারের গ্র্যান্ডসøাম জয়ী তারকা চেয়ার আম্পায়ারের দিকে টাই খুলে ছুড়ে মারেন, কিওথাভোং ও ব্রিটিশ তারকা জোহানা কন্টার সঙ্গে রূঢ় আচরণ করেন। এ বিষয়গুলো সারাবিশ্বেই ঝড় তোলে। ব্যাপক সমালোচনা হয়। আর চুপ থাকতে পারেননি রোমানিয়ার কিংবদন্তি জিমন্যাস্ট সম্রাজ্ঞী কোমানিচি। তিনি টুইটারে ক্ষোভ জানিয়ে লিখেন, ‘ইলি অনেক বছর ধরে আমার খুব ভাল বন্ধু। কিন্তু আমি কোনভাবেই তার সাম্প্রতিক কুৎসিত ও খুবই আক্রমণাত্মক আজেবাজে কথাগুলোর পক্ষে থাকতে পারি না কিংবা উপেক্ষাও করতে পারি না।’ ৫৫ বছর বয়সী কোমানিচি ৫টি অলিম্পিক সোনা জিতেছেন। তিনি এবং নাসতাসি রোমানিয়ার ক্রীড়া জগতে বিশেষ আইকন হিসেবে সর্বজনবিদিত দুই ব্যক্তিত্ব। আইটিএফ তার এমন অসংলগ্ন, বিরূপ আচরণের জন্য নিষেধাজ্ঞা দেয়ার পরও নিজের ভুল স্বীকার করেননি নাসতাসি। উল্টো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন। এমনকি রবিবার তিনি ম্যাচের ভেন্যু কনস্টানার ভিআইপি এরিয়াতে ঢুকে পড়েন। যদি রোমানিয়ার টেনিস ফেডারেশন সভাপতি তাকে চলে যেতে বলেছিলেন। এখানেই শেষ নয়, কিওথাভোং জানিয়েছেন পরে নাসতাসি শান্তি প্রতিষ্ঠার নিদর্শন হিসেবে তার কাছে ফুলও পাঠিয়েছেন। তবে এতকিছুর পরও রোমানিয়া ঠিকই জয় তুলে নিয়েছে এবং ২০১৮ সালের ওয়ার্ল্ড গ্রুপে প্রবেশ করেছে। আর ব্রিটেন রেলিগেটেড হয়েছে ইউরোপ/আফ্রিকা জোনে।
×