ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ইপিএলে চ্যাম্পিয়ন লিচেস্টারের মুখোমুখি আর্সেনাল

নিজের ভবিষ্যত জানেন না ওয়েঙ্গার

প্রকাশিত: ০৬:২৫, ২৬ এপ্রিল ২০১৭

নিজের ভবিষ্যত জানেন না ওয়েঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ আর্সেনালের সঙ্গে নাড়ির সম্পর্ক কোচ আর্সেন ওয়েঙ্গারের। কিন্তু চলমান মৌসুমে দলকে তেমন কিছুই দিতে পারছেন না। এরই মধ্যেই এফএ কাপের ফাইনালে উঠে কিছুটা হলেও চাঙ্গা হয়েছে গানার্সরা। এখন এই ট্রফিটি জিততে চান ওয়েঙ্গার। কিন্তু ক্লাবে তার অবস্থান কি হবে সেটা তিনি জানেন না। এরপরও আর্সেনালকে নিয়ে আগাম পরিকল্পনা করছেন তারকা এই কোচ। চলতি মৌসুম শেষে আর্সেনালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ওয়েঙ্গারের। ক্লাবটির সঙ্গে এখনও নতুন চুক্তি হয়নি। এরই মধ্যে মিভিন্ন মহল থেকে তাকে পদত্যাগ করার দাবি জানানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আর্সেনালের বাজে পারফর্মেন্সের কারণে হতাশ ক্লাবটির সমর্থকরাই এ বিষয়ে এখন বেশি সোচ্চার হয়েছে। এমন পরিস্থিতিতে ক্লাবটিতে থাকার বিষয়ে কোন সংবাদ আছে কিনা এমন প্রশ্নের জবাবে না বলেছেন ওয়েঙ্গার। মঙ্গলবার তিনি এমন বলেন। এফএ কাপের সেমিফাইনালে আর্সেনাল ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে। যে কারণে কিছুটা হাফ ছেড়ে বেঁচেছেন ৬৭ বছর বয়সী এই ফরাসী কোচ ওয়েঙ্গার। এখন আগামী ২৭ মে শিরোপা জিততে পারলে মানরক্ষা হবে তার। ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলের সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লীগের চূড়ান্ত পর্বই নিশ্চিত করা এ মুহূর্তে কঠিন হয়ে পড়েছে আর্সেনালের। এমন পরিস্থিতিতে আজ লিচেস্টারের মুখোমুখি হচ্ছে আর্সেনাল। এই ম্যাচে ভাল করতে না পারলে আবারও সমালোচনায় জেরবার হতে হবে ওয়েঙ্গারকে। এমন অবস্থায় আসন্ন দলবদলের বিষয়ে ভাবছেন তিনি। ওয়েঙ্গার এ প্রসঙ্গে বলেন, মৌসুমের শেষ দিনটি পর্যন্ত আমি ক্লাবের ভবিষ্যত নিয়ে কাজ করব। ক্লাবের ভবিষ্যত প্রশ্নে দলবদল প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে এখানে আমার থেকে যাওয়ার বিষয়টি দ্বিতীয় স্থানে থাকছে। নিজেদের মাঠে লিচেস্টার সিটিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে ফিরবে ওয়েঙ্গারের দল।
×