ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে কৃষ্ণাদের আয়েশি জয়

প্রকাশিত: ০৬:২৫, ২৬ এপ্রিল ২০১৭

চীনে কৃষ্ণাদের আয়েশি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চীন সফর করছে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় নারী ফুটবল দল। এই সফরে মঙ্গলবার চতুর্থ প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। চীনের শানজি রিজিওনাল অ-১৪ ফুটবল দলকে ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারায় বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হয় জিয়ান অলিম্পিক স্পোর্টস ভিলেজ ফুটবল গ্রাউন্ডে। বাফুফে সূত্রে জানা গেছে, ম্যাচে বাংলাদেশ দলের বল নিয়ন্ত্রণ ছিল ৬৫ শতাংশ। আগের তিন ম্যাচের চেয়ে এদিন যথেষ্ট ভাল খেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। ৯ মিনিটে তহুরা-রাজিয়ার যৌথ প্রচেষ্টায় প্রথমে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করে রাজিয়া (১-০)। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ দল। আঁখির কাছ থেকে বল পেয়ে আনুচিং বল পাঠায় প্রতিপক্ষের জালে (২-০)। ৭৬ মিনিটে বাংলাদেশের বদলি গোলরক্ষক রুমকির লম্বা থ্রো পেয়ে স্বপ্না দ্রুতগতিতে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়ে। গোলপোস্ট লক্ষ্য করে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ফেরত আসে। সেই বলে আবারও শট নিলে এবার আর গোল মিস হয়নি স্বপ্নার (৩-০)। চলতি বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলবে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় নারী ফুটবল দল। তবে তার আগে নিজেদের ঝালিয়ে নিতে চীন সফরে গেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে কৃষ্ণারা। প্রতিপক্ষ চীন ফুটবল এ্যাসোসিয়েশন অনুর্ধ-১৪ জাতীয় দল। বাংলাদেশ দল আগামী বৃহস্পতিবার দেশে ফিরবে।
×