ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনিকে কেকেআরে চান শাহরুখ

প্রকাশিত: ০৬:২৪, ২৬ এপ্রিল ২০১৭

ধোনিকে কেকেআরে চান শাহরুখ

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনিকে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) চান ফ্রাঞ্চাইটির মালিক শাহরুখ খান। ‘আমি ধোনিকে সবসময় কিনতে চাই। এজন্য প্রয়োজনে নিজের পাজামাও বিক্রি করতে রাজি আছি। কিন্তু আইপিএলের নিলামে কখনও সেই সুযোগটা পাইনি।’ সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে বলেন বলিউড বাদশাহ শাহরুখ। ভারতের দু’দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া ‘ক্যাপ্টেন কুল’ ধোনিকে বরাবরাই খুব পছন্দ তার। নিষিদ্ধ (দল) হওয়ার আগে চেন্নাই সুপার কিংসকে একাধিকবার আইপিএলের শিরোপা উপহার দিয়েছেন। গত দুই বছর আছেন নতুন ক্লাব রাইজিং পুনে সুপারজায়ান্টের সঙ্গে। ২০১৮ মৌসুম পর্যন্ত চুক্তি। অবশ্য দলের সঙ্গে সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না ধোনির। খেলা চালিয়ে গেলেও এবার আসর শুরুর আগে হঠাৎ করেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে আগামী মৌসুমেই আইপিএলে ফিরতে যাচ্ছে চেন্নাই। দলটির অন্যতম প্রভাবশালী এক কর্তা এরই মধ্যে ধোনিকে ফেরানোর আগাম ঘোষণা দিয়ে রেখেছেন। ‘পুনেতে অক্রিকেটীয় কারণে শিরোনামে বার বার উঠে এসেছে ধোনির নাম। যা খুবই দুঃখজনক। তাকে চেন্নাইয়ে ফিরিয়ে আনা হবে। তিনি আট বছর আমাদের পাশে ছিলেন।’ বলেছেন তিনি। তার মাঝেই গৌতম গাম্ভীর-সাকিব আল হাসানদের কেকেআর মালিক তাকে নিয়ে আগ্রহ দেখালেন। সম্প্রতি ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে মাত্র ৪৯ রানে অলাউটের লজ্জায় ডুবিয়ে জয় তুলে নেয় কেকেআর। সাক্ষাতকারে শাহরুখ ইডেনে খেলা দেখতে আসতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘আমি সবসময় ইডেনে উপস্থিত থাকার চেষ্টা করি, কিন্তু কাজের চাপে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। আশাকরি এই বছর পরের অন্য ম্যাচে থাকতে পারব।’ আর কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ইডেনে শাহরুখের না থাকায় নিজের হতাশার কথা জানিয়েছেন। ইংল্যান্ড দল ঘোষণা স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে ইংলিশরা। এজন্য দুটি আলাদা ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন মার্ক উড ও ডেভিড উইলি। এই দলটিই অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। নেতৃত্ব দেবেন যথারীতি ইয়ন মরগান। সঙ্গে থাকবেন জো রুট, বেন স্টোকস, জস বাটলার ও জনি বেয়ারস্টোর মতো তারকা। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। এই স্কোয়াডে অবশ্য রাখা হয়নি বেন স্টোকস, জস বাটলার ও ক্রিস ওকসকে। কারণ এখন তারা আইপিএলে খেলছেন। ১ জুন ইংল্যান্ডে শুরু আট জাতির ওয়ানডে ফরমেটের চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে মে মাসের শুরু থেকেই পর্যায়ক্রমে প্রতিবেশী আয়ারল্যান্ড ও শক্তিধর দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবে মরগান-বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির ইংল্যান্ড দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। আয়ারল্যান্ড সিরিজের ইংল্যান্ড দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, বেন ডাকেট, স্টিভেন ফিন, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, ডেভিড উইলি ও মার্ক উড।
×