ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে চলছে মেসিবন্দনা

প্রকাশিত: ০৬:২৪, ২৬ এপ্রিল ২০১৭

বিশ্বজুড়ে চলছে মেসিবন্দনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বজুড়ে চলছে লিওনেল মেসিকে নিয়ে বন্দনা। এল ক্লাসিকোতে চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর শত্রু-মিত্র সবাই প্রশংসায় পঞ্চমুখ বার্সিলোনার আর্জেন্টাইন তারকার। এমন দ্যুতি ছড়ানোর পর শোনা যাচ্ছে কাতালানরা শীঘ্রই নতুন চুক্তি করতে যাচ্ছে পাঁচবারের ফিফা সেরা তারকার সঙ্গে। আর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা বলেছেন, মেসিকে ছাড়া বাছাইপর্ব উতরানো কঠিন হবে আর্জেন্টিনার। শুধু মেসি নয়, আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গেও নতুন চুক্তি করবে বার্সা। এমন জানিয়েছেন ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্ডেজ। ২০১৮ সালের জুনে মেসির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে বার্সিলোনার। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে কাতালান ক্লাবটির নতুন চুক্তির বিষয়টি অনেকদিন ধরেই ঝুলে আছে। যে কারণে তার বার্সিলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে। মেসির মতো ইনিয়েস্তার চুক্তিও শেষ হবে আগামী বছর। তবে বার্সিলোনার অধিনায়ক এবং তারকা মিডফিল্ডার চুক্তি নবায়নের জন্য মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। চুক্তি প্রসঙ্গে ফার্নান্ডেজ বলেন, ইনিয়েস্তা ও মেসি শীঘ্রই চুক্তি নবায়ন করবে। এরই মধ্যে ইনিয়েস্তা বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে সে মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করবে। বিশ্বজুড়ে সে একজন আইকন। আমাদের অপেক্ষা করতে হবে, কেননা এটা তার সিদ্ধান্ত। সে যদি মৌসুমের শেষে কথা বলতে চায়, তাহলে আমরাও সেটাই করব। আর মেসি প্রসঙ্গে বলা হয়েছে ক্লাবই সিদ্ধান্ত নেবে কখন মেসির চুক্তি নবায়নের বিষয়টি ঘোষণা করবে। বিষয়টি ভাল অবস্থায় আছে। এল ক্লাসিকোর পারফর্মেন্সের পর মেসিকে নিয়ে বন্দনা চলছে। এরই মধ্যে মেসিকে সর্বকালের সেরা হিসেবে আখ্যায়িত করেছেন স্বয়ং লা লিগার সভাপতি জেভিয়ার টেবাস। টেবাসকে সবাই মাদ্রিদ সমর্থক হিসেবেই জানেন। যে কারণে মন্তব্য করার পর তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এটা মেনে নেয়া মোটেই সহজ হবে না। রিয়ালের বিরুদ্ধে মেসির গোল প্রসঙ্গে টেবাস বলেন, মেসির গোল? অবশ্যই মাদ্রিদ সমর্থকদের হতাশ করেছে। কারণ ওই গোলের পরেই ম্যাচ শেষ হয়ে গেছে। তবে এটা লা লিগার জন্য ভাল হয়েছে। এই ম্যাচের ওপর ভিত্তি করে আমি বলতে পারি মেসি সর্বকালের সেরা ফুটবলার। কারণ আমি তাকে ভাল খেলতে দেখেছি। সাম্প্রতিক সময়ে জেরার্ড পিকে ও সার্জিও রামোসের টুইটার বক্তব্য নিয়েও টেবাস মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে টেবাস বলেন, রামোস-পিকের মন্তব্য ফুটবলেরই অংশ। তারা সকলেই তাদের নিজ দলের জন্য অনুভব করে, ম্যাচের চাপ ও উত্তেজনাও এখানে বিবেচনায় আনতে হবে। জাতীয় দলের জার্সি গায়ে আবার তারা এসব ভুলে যায়। শুধু লা লিগা প্রধান নন, মেসিকে প্রশংসায় সিক্ত করছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। এর মধ্যে আছেন সাবেক তারকা রোনাল্ডিনহো। জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও এ্যাগুয়েরো, ড্যানিয়েল কারভাহালসহ আরও অনেকে। বার্সিলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো বলেন, মেসি ফুটবলের শিল্প। সে-ই সবার সেরা। এদিকে অধিনায়ক মেসিকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপের টিকেট পাওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন দিয়াগো ম্যারাডোনা। চলমান বিশ্বকাপের বাছাইপর্বে বেশ দুরবস্থার মধ্যেই আছে আর্জেন্টিনা। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে তারা উঠতে পারবে কি না, তা নিয়ে আছে সংশয়। দলটির এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা মেসির নিষেধাজ্ঞা যদি না কমে আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে কি না তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। ম্যারাডোনার সন্দেহ আর্জেন্টিনা হয়তো বাছাইপর্ব থেকেই বাদ পড়তে পারে। সংশয়ের সুরে ম্যারাডোনা এক সাক্ষাতকারে বলেন, আমরা সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছি। মেসি যদি না থাকে আমরা বাছাইপর্ব উতরে যাব কি না, আমার সন্দেহ হয়। বাজে আচরণের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। গত মাসে চিলির বিরুদ্ধে রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় মেসিকে এ শাস্তি দেয়া হয়েছে। মেসির অনুপস্থিতিতে বলিভিয়ার কাছে ২-০ গোলের হেরেছে অর্জেন্টিনা। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে তারা। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১৪টি ম্যাচে মাত্র ৬টি জয় নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। হাতে রয়েছে আর মাত্র চারটি ম্যাচ। উরুগুয়ে, ভেনিজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচগুলোতে জয় বা ড্র ভিন্ন কোন পথ খোলা নেই তাদের।
×