ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয়!

প্রকাশিত: ০৬:২৩, ২৬ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয়!

স্পোর্টস রিপোর্টার ॥ সোমাবার (২৫ এপ্রিল) ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলোর দল ঘোষণার শেষ সময়। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সঙ্গে আর্থিক দ্বন্দ্বের কারণে সেটি করেনি অন্যতম মোড়ল দেশ ভারত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শেষ হতে যাওয়া আইসিসির বিশেষ সভা শেষেই নাকি দল ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বনি-বনা না হলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে তারা। দ্বিধাবিভক্ত বিসিসিআইর একাংশের গুরুত্বপূর্ণ কর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। এ রিপোর্ট লেখার সময় বেশিরভাগ দেশই তাদের দল ঘোষণা করায় ভারতকে নিয়ে শঙ্কাটা আরও প্রকট বলে মনে হয়েছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে কোন দেশের দল ঘোষণায় ডেডলাইনের হের-ফের হতেই পারে। বিসিসিআইর একাংশ চায়, ভারতকে লভ্যাংশ কমিয়ে দেয়া হলে আইসিসির বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নেয়া হোক। এদের মধ্যে আবার বিতর্কিত সাবেক বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনের অনুগামীদের সংখ্যা বেশি। আবার বিরোধীপক্ষ চায় না, এমন কঠোর অবস্থানে যেতে। বোর্ডের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা অনেকে খেলা বন্ধ করে প্রতিবাদে বিশ্বাসী নন। উল্লেখ্য, বরাবরের মতোই আইসিসির নতুন আর্থিক মডেল মানে না ভারত। এতে নাকি তাদের ১ হাজার কোটি টাকার বেশি আয় কমে যাবে। আইসিসির সর্বশেষ সভায় বিদায়ী চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের নেতৃত্বে প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোতে বেশ কিছু বড় পরিবর্তনের প্রস্তাব আনা হয়। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ‘বিগ-থ্রি’ নীতি বাতিল করে সব সদস্য দেশগুলোর মধ্যে একটি সুষম অর্থনৈতিক বন্টন পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এতেই বেঁকে বসে ভারত। এখনও যে তারা কোন মতৈক্যে পৌঁছাতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় বিলম্ব করাটাই এর বড় প্রমাণ। মেম্বার্স পার্টিসিপেশন এ্যাগ্রিমেন্ট (এমপিএ) প্রয়োগের অধিকার নিয়ে আইসিসির ওপর চাপ অব্যাহত রেখেছে বিসিসিআই। মতৈক্য না হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেরও শঙ্কা প্রবল। সোমবার শুরু হওয়া আইসিসির বৈঠক বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। সেখানে বিসিসিআইর প্রতিনিধিত্ব করছেন শ্রীনি-ঘনিষ্ঠ সচিব অমিতাভ চৌধুরী। শেষ মুহূর্তের খবর, কিছুতেই ভারতের দাবি অনুযায়ী ২১ শতাংশ লভ্যাংশ দেবে না মনোহরের আইসিসি। তারা ১৫ শতাংশ লভ্যাংশ দিতে চায়। শেষ পর্যন্ত ভারতের মতো এমন একটি বৃহত্তর শক্তি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নিলে ক্রিকেটের জন্য সেটি এক কলঙ্কিত অধ্যায়েরই জন্ম দেবে। ইংল্যান্ডে ১ জুন শুরু আট জাতির এ ওয়ানডে টুর্নামেন্ট। সিদ্দিকুর নবম স্পোর্টস রিপোর্টার ॥ জাপান প্যানাসনিক ওপেনে গতবার ৭৪তম হয়েছিলেন বাংলাদেশী তারকা গলফার সিদ্দিকুর রহমান। এবার অনেক উন্নতি করেছেন তিনি। শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে হলেন নবম। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফারে এবারে অসাধারণ পারফর্মেন্সের পুরস্কার হিসেবে পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ডলার।
×