ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগেরগুলো ছিল অস্বাভাবিক

মুস্তাফিজের বর্তমান নৈপুণ্যই স্বাভাবিক

প্রকাশিত: ০৬:২৩, ২৬ এপ্রিল ২০১৭

মুস্তাফিজের বর্তমান নৈপুণ্যই স্বাভাবিক

স্পোর্টস রিপোর্টার ॥ অভিষেকের পর যেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান উড়েছেন। শুধু সাফল্যই তার কাছে ধরা দিয়েছে। কিন্তু এখন যেন মুদ্রার ওপিঠটাও দেখছেন তিনি। সেই সাফল্য এখন আর মিলছে না। কেন? বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, মুস্তাফিজ আগে যা করেছেন তা ছিল অস্বাভাবিক। এখন যা করছেন তা স্বাভাবিক। আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে মঙ্গলবার সংবাদিক সম্মেলন হয়। সেখানে মুস্তাফিজকে নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের কথা বললে আমার মনে হয়, ওর সঙ্গে এই মুহূর্তে যা হচ্ছে সেটা স্বাভাবিক। এর আগে ও যেটা পেয়েছে সেটা অস্বাভাবিক ছিল।’ সঙ্গে যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪/৫ ম্যাচে ৩০ উইকেট পাবেনÑ এটা অবিশ্বাস্য একটি ব্যাপার। এখন যা হবে ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার এ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে। মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে চোট। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। ওর বয়সও মাত্র ১৯/২০। সবকিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান ওর জন্য পরিস্থিতি খুব কঠিন এখন।’ এই সময়ে সবাইকে মুস্তাফিজের সঙ্গে থাকার কথাই বললেন মাশরাফি, ‘একই সময়ে আমরাও যদি ওকে একইভাবে চাপে রাখি তাহলে ওর জন্য আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওকে যদি আমরা রিল্যাক্স রাখতে পারি, ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা যদি না করে বাস্তবতা ভাবি, আমার মনে হয় ও আমাদের জন্য আগামী ১০ বছরের জন্য আমাদের দারুণ সম্পদ হবে।’ ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান মুস্তাফিজ। সেই থেকে মুস্তাফিজ বিশ্ব ক্রিকেট শাসন করেন। কাটারে ব্যাটসম্যানদের নাজেহাল বানিয়ে ছাড়েন। তাতে করে বাংলাদেশ দলও একের পর এক জয় তুলে নেয়। বিশেষ করে ওয়ানডে ও টি২০তেই সাফল্য পান মুস্তাফিজ। কিন্তু যেই গত বছর জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ, সেই থেকে ছয় মাস মাঠের বাইরে থাকেন। অস্ত্রোপচার করেন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকেন। শেষ পর্যন্ত গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরেন। কিন্তু মুস্তাফিজের সেই ‘কাটার’ তকমা আর দেখা যাচ্ছে না। যে মুস্তাফিজ বল করা মানেই উইকেট নেয়া। সেই মুস্তাফিজ এখন উইকেট পাচ্ছেন না। রানও দিচ্ছেন বেশি। সর্বশেষ আইপিএলেই যেমন এমনটি ঘটেছে। এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটিমাত্র ম্যাচ খেলতে পেরেছেন মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ এপ্রিল ম্যাচটি খেলেছেন। কিন্তু প্রথম ম্যাচে হতাশ করেছেন তিনি। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন। কোন উইকেটও নিতে পারেননি। অথচ এই মুস্তাফিজই গত আসরে প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়েই আসর মাতিয়েছেন। ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। হায়দরাবাদও চ্যাম্পিয়ন হয়েছে। আর তাই মুস্তাফিজকে এবারও দলে রেখে দিয়েছে হায়দরাবাদ। কিন্তু প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি তিনি। আর তাতেই একাদশের বাইরেই থাকতে হচ্ছে মুস্তাফিজকে। এক ম্যাচের পর আর খেলার সুযোগই পাচ্ছেন না। জানা গিয়েছিল, মঙ্গলবার দেশে এসেও পড়বেন তিনি। আজ বাংলাদেশ দলের সঙ্গে সাসেক্সে যাবেন। কিন্তু আপাতত আসা হচ্ছে না তার। আইপিএলে হায়দরাবাদের সঙ্গেই থাকবেন মুস্তাফিজ। দেখা যাক, খেলার সুযোগ মিলে কিনা। সুযোগ পেলে আগের সেই ঝলকানি দেখা যায় কিনা।
×