ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২১, ২৬ এপ্রিল ২০১৭

টুকরো খবর

অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ এপ্রিল ॥ এনায়েতপুর থানার সড়াতৈল গ্রামের দরিদ্র কৃষক আব্দুস ছালামের স্ত্রী অগ্নিদগ্ধ টুলু খাতুন (৪৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সোমবার রাতে মারা গেছে। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে এনে মঙ্গলবার সকালে জানাজা দাফন করা হয়। উল্লেখ্য, চার সন্তানের জননী হতদরিদ্র গৃহবধূ টুলু খাতুন ১ এপ্রিল বাড়িতে গৃহস্থলির কাজের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তার বসতঘর, একটি গরু ও আসবাব পত্র পুড়ে যায়। এ সময় আগুন নিভাতে গিয়ে টুলু খাতুন দগ্ধ হয়। মেডিক্যাল কলেজ স্থানান্তর না করার দাবি নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৫ এপ্রিল ॥ পটুয়াখালী মেডিক্যাল কলেজটি শহর থেকে ৬-৭ কিলোমিটার দূরে টাউন বহালগাছিয়ায় একটি মহল কর্তৃক স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে ‘পটুয়াখালী মেডিক্যাল কলেজ স্থানান্তর ষড়যন্ত্র প্রতিরোধ আন্দোলন কমিটির’ ডাকে মেডিক্যাল কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করে আন্দোলনকারীরা। সমাবেশে ষড়যন্ত্রের সঙ্গে যুক্তদের বিরত হয়ে জনসাধারণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পরে যে স্থানে আছে ওই স্থানে থাকবে এমন দাবিতে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে আন্দোলনকারীরা। উল্লেখ্য, পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে ২০১৫ সালে মেডিক্যাল কলেজটি স্থাপিত হয়। হত্যার বিচার দাবিতে অবস্থান ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ২৫ এপ্রিল ॥ পিসিপি নেতা রমেল চাকমার হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও নির্যাতনকারীকে খুঁজে বের করে শাস্তির দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্রপরিষদ মঙ্গলবার রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে। জেলার নানিয়াচর ও আশপাশের এলাকা থেকে কয়েক শত ছাত্রছাত্রী ওইদিন সকালে এসে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করতে গেলে তাদের পুলিশ বাধা দেয়। এই ঘটনার প্রতিবাদে পিসিপির ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে। পরে তারা একটি স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, ৫ এপ্রিল রমেল চাকমাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে নির্যাতন চালায়। আহত অবস্থায় তাকে নানিয়াচর হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১৯ এপ্রিল সেই মারা যায়। এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৫ এপ্রিল ॥ প্রশ্নপত্রের ভুলে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পরীক্ষা গ্রহণের প্রতিবাদে ও খাতায় নম্বরপত্রের ক্ষতি পুষিয়ে দিতে কিশোরগঞ্জে চলমান এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকালে গুরুদয়াল সরকারী কলেজ গেটের সামনের সড়কে শহরের তিন কলেজের বিজ্ঞানের বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শ্যামল, রবিউল্লাহ, মামুন, আজমসহ অনেক পরীক্ষার্থী জানায়, গত সোমবার সকালে ঢাকা বোর্ডের পদার্থ বিজ্ঞানের প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রশ্নপত্রে ভুলবশত নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট কম উল্লেখ ছিল বলে শিক্ষার্থীদের দাবি। এ জন্য শহরের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ ও ওয়ালীনেওয়াজ খান কলেজের পরীক্ষা কমিটি ১৫ মিনিট আগেই পরীক্ষা শেষ করেন। এতে করে ওই তিন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় দুই হাজার পরীক্ষার্থী সময়ের অভাগে পূর্ণমান উত্তর দিতে পারেনি। এ সময় তারা অভিযোগ করে আরও বলেন, একই দিন ঢাকা বোর্ডের বিভিন্ন স্থানে প্রশ্নপত্রে উল্লেখ নেই, তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ মিনিটসহ শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু কিশোরগঞ্জের কোন পরীক্ষা কেন্দ্রে এমন করে সুযোগ দেয়া হয়নি। এ জন্য তারা খাতায় নম্বরপত্র বাড়িয়ে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে। নদীর পেটে সড়ক ॥ বন্ধ যান চলাচল স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাম্প্রতিক বন্যায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গন প্রক্রিয়ায় সড়ক ঝুঁকিপূর্ণ হওয়ায় ফেঞ্চুগঞ্জ-মানিকগঞ্জ সড়কের গঙ্গাপুর এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, ইউএনও আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী, ফেঞ্চুগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনের কারণে ফেঞ্চুগঞ্জ-মানিকগঞ্জ সড়কের গঙ্গাপুর এলাকা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে আসছে। অপহৃত শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুক্তিপণের দাবিতে সাড়ে তিন বছরের শিশুকে অপরহরণের ৪৩ ঘণ্টার মধ্যে দুই অপহরণকারীসহ অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৮-এর সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরীর রূপাতলীর র‌্যাব-৮-এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান শুরু করে ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার বাবা ও মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। র‌্যাব-৮ জানায়, গত ২৩ এপ্রিল ঝালকাঠির কাঁঠালিয়া থানার আমুয়া পূর্বপাড়া এলাকা থেকে কামাল হোসেনের সাড়ে তিন বছরের শিশুসন্তান আব্দুল্লাহ আল নাফিকে অপহরণ করা হয়। পরে ২৩ এপ্রিল রাত ১১টায় অপহরণকারীরা নাফির বাবার কাছে দুটি পৃথক মোবাইল নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরের দিন ২৪ এপ্রিল নাফির মা এনি বেগম বাদী হয়ে ঝালকাঠির কাঁঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করে র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে একটি আবেদনপত্র দাখিল করেন। তুলার গুদামে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৫ এপ্রিল ॥ নরসিংদী শাহেপ্রতাপে তুলার গুদামে অগ্নিকা- সংঘটিত হয়েছে। জানা গেছে আঃ রাজ্জাক মিয়া নামে এক ব্যবসায়ী ওই গ্রামে একটি বিশাল গুদাম নির্মাণ করে তাতে বিভিন্ন স্পিনিং মিল ও টেক্সটাইল মিলের বাতিল তুলা ও সুতা ক্রয় করে এ গুদামে রাখত এবং প্রক্রিয়াজাত করে তা বেচাকেনা করতেন। সোমবার রাত সাড়ে ৪টায় গুদামে হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সূত্রে খবর পেয়ে নরসিংদী, মাধবদী, শিবপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে ময়মনসিংহ প্রেসক্লাবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক খলিলুর রহমান। ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই বুনিয়াদি প্রশিক্ষণে স্থানীয় ও জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন। বেতন-ভাতা দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ এপ্রিল ॥ নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসক অফিসের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী গাইবান্ধা জেলা কমিটি এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আবদুল হালিম সরকার, সাধারণ সম্পাদক মাহমুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক সরকার। ভেজাল মসলার কারখানা সিল নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৫ এপ্রিল ॥ মঙ্গলবার দুপুরে ভৈরব রাণীরবাজার এলাকায় অবস্থিত হামিদুল্লাহর মসলা কারখানায় ভেজাল মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। মসলায় ভেজাল মেশানোর অভিযোগে কারখানার মালিক হামিদুল্লাহকে এক লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সোনারগাঁয়ে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে সোমবার রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়িতে ঢুকে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে আহত করে তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ আট লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার রাতে বারদী ইউপির ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মছলন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও গিয়াসউদ্দিন গেসুর বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে সাবেক ইউপি সদস্য আব্দুল করিমসহ দুজনকে কুপিয়ে মারাত্মক আহত করে ডাকাতরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×